Daily Horoscope: কেমন যাবে আপনার আজকের দিন দেখুন রাশিফল

0
467

মেষ/ARIES
দন্তরোগে কষ্ট। সমস্যার সমাধান। ব্যয়বাহুল্য। পিতা-মাতার স্বাস্থ্যের যত্ন নিন। প্রেম জীবনের জন্য এটিই সেরা সময়।

বৃষ / TAURUS
দীনতা। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিকে নজর রাখুন। রক্তে শর্করা বৃদ্ধি। আর্থিক উন্নতি। মনোমালিন্য। কেরিয়ারের জন্য ভাল সময়।

মিথুন GEMINI
অর্থ প্রাপ্তি। যকৃতের সমস্যা। কাজের চাপ বৃদ্ধির সম্ভবনা আছে। তৃপ্তিলাভ হবে। পতনাশঙ্কা থাকবে। ক্রোধান্বিত। পরীক্ষায় সাফল্য। 

কর্কট CANCER
শত্রুভয়। আর্থিক লাভ। দাম্পত্যে সুখ। ব্যবসায় সাফল্য। আনন্দলাভ। নৈরাশ্য। নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে কাজ করতে হবে।

সিংহ LEO
লটারিতে অর্থপ্রাপ্তি। পুরনো শারীরিক সমস্যায় ফের ভুগতে পারেন। দাম্পত্য কলহ। বিলাসিতা। জীবাণু সংক্রমণ। উৎসাহ বৃদ্ধি। 

কন্যা VIRGO
পতনাশঙ্কা। আগে করা বিনিয়োগে উপকৃত হবেন। স্বাস্থ্য ভাল হবে। গৃহ সমস্যা। অনুরাগ বৃদ্ধি। কর্মে বিভ্রান্তি। শিক্ষার্থীদের জন্য কঠিন সময়।

তুলা LIBRA রাশিফল
বন্ধু লাভ। মেধার বিকাশ। পারিবারিক জীবনে উত্থান-পতন হতে পারে। শিক্ষারক্ষেত্রে এটি ভাল সময়। আর্থিক উন্নতি। স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। 

বৃশ্চিক SCORPIO
কর্মে বিঘ্ন।  নৈতিক জয়। স্বাস্থ্যের দিকে নজর দিন।সঞ্চয় থেকে লাভ। ভোগবিলাস। মানসিক ক্লেশ। ঋণ পরিশোধের যোগ।

ধনু SAGITTARIUS
মিত্র স্নেহ। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। মেধার বিকাশ। ক্ষমতা হস্তান্তর। সমস্যা বৃদ্ধি। গুপ্তশত্রুতায় ক্ষতি। শ্রীবৃদ্ধি। আপনার সঙ্গী সুখী করে তুলবে। 

মকর CAPRICORN
জলযানে বিপদ। কর্মে খ্যাতিলাভ। অস্থিরতাভাব। শুভ প্রয়াস। শত্রুর সঙ্গে সন্ধি। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। পত্নীবিরহ। 

কুম্ভ AQUARIUS
প্রণয় সুখ। সংঘর্ষে জড়িত হবেন। চিকিৎসায় বহু ব্যয়। চাকুরীক্ষেত্রে উন্নতি। আঘাতপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা। সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক থাকবে।

মীন PISCES
ঈশ্বর্যলাভ। পথে বিপদ হওয়ার সম্ভাবনা। কেরিয়ারের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং সময়। প্রতিবেশীদের সঙ্গে কলহ হতে পারে। কঠোর পরিশ্রমের ফল পাবেন

Previous articleজলযন্ত্রণা: বৃষ্টিতে জলমগ্ন কলকাতা সহ শহরতলি ,আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা
Next articleWeather Updates: বঙ্গে বর্ষার দুরন্ত ব্যাটিং -এর জের: ভারী বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here