Daily Horoscope: কর্কট রাশির জীবানু সংক্রমণের সম্ভাবনা, ধনুর দাম্পত্যে সুখ

0
441

দেশেরসময় অ্যাস্ট্রো ডেস্ক: মেষ থেকে মীন রাশি। রাশিচক্রের এই ১২টি রাশির ওপর আমাদের জীবন অনেকাংশে নির্ভরশীল। আমাদের জীবনের ভালো-মন্দ যা কিছু তা নির্ধারিত হয় এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাবের ওপর ভিত্তি করে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। আজকের রাশিফল আপনাকে বলবে আজকের দিনে কোন জিনিসের প্রতি অধিক খেয়াল রাখতে হবে আর কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, কোন বিষয়টি আজ আপনাকে উন্নতির পথে নিয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

মেষ/ARIES
আঘাত প্রাপ্তি। কার্যে অনিহা। লাভ হবে। ঔদ্ধত্যে ক্ষতি।  সাবধানে সিদ্ধান্ত নেবেন। আপনার সঙ্গী সুখী করে তুলবে। 

বৃষ / TAURUS
অপযশ। সমস্যায় জড়িত হওয়ার সম্ভাবনা।  ভ্রমণ যোগ রয়েছে। অনুতপ্ত। পতনাশঙ্কা থাকবে। ক্রোধান্বিত।

মিথুন GEMINI
জনসেবায় ব্যস্ত। সার্বিক উন্নতি। সম্পর্কের উন্নতি। শত্রু ভয়। আর্থিক লাভ। স্বামী- স্ত্রীর মধুর সম্পর্ক বজায় থাকবে।

কর্কট CANCER
জীবানু সংক্রমণ। হঠকারিতায় ক্ষতি। দাম্পত্য সুখ মিলবে। ছাত্র-ছাত্রীদের দিনটা ভাল কাটবে। শ্রীবৃদ্ধি। মিশ্রফল।

সিংহ LEO
একাধিক উপায়ে অর্থলাভ। উপস্থিত বুদ্ধিতে সাফল্য আসবে। ক্লেশভোগ। রোগ-ব্যাধি থেকে মুক্তি। প্রশিক্ষণ লাভ।

কন্যা VIRGO
নির্যাতন।  ক্ষতি হওয়ার সম্ভবনা। মনোমালিন্য। ব্যয়বৃদ্ধি। দাম্পত্য জীবনের দীর্ঘদিনের সমস্যা মিটবে। 

তুলা LIBRA
গোপন পরামর্শ লাভ। অভীষ্ট পূরণ হতে পারে। বাতজবেদনা। মামলায় হার। ব্যবসায়ীরা প্রচণ্ড ব্যস্ত থাকবেন।

বৃশ্চিক SCORPIO
সৎকর্মে ব্যয়। বিশেষ কাজগুলি আপাতত স্থগিত রাখুন। ঋণমুক্তি। বিফলতা। অস্ত্রোপচারে সাফল্য।

ধনু SAGITTARIUS
দাম্পত্যে সুখ। ব্যবসায় সাফল্য। আনন্দলাভ। নৈরাশ্য। চাকরি জীবনে উন্নতির যোগ। মান -যশ প্রাপ্তি। 

মকর CAPRICORN
চঞ্চলতা বৃদ্ধি। সমস্যার সৃষ্টি হতে পারে। রোগ মুক্তি।  মিত্রলাভ। দর্শণ ও বিজ্ঞানের প্রতি প্রবল আগ্রহ দেখা দিতে পারে।

কুম্ভ AQUARIUS
পরীক্ষায় সফলতা। বহু পুরনো সমস্যার সমাধান হবে। ক্রোধে ক্ষতি। আরোগ্যলাভ হবে।  সুনাম বৃদ্ধি হবে।

মীন PISCES
কর্মে সফলতা। ব্যবসার দিকে নতুন যোগাযোগ হতে পারে। বন্ধু বিরোধ। জীবনের গতি পরিবর্তনের জন্য অনুতাপ। অযথা ব্যয়।

Previous articleভারতকে ভ্যাকসিন ‘উপহার’ আমেরিকার,মোদীকে আশ্বাস কমলা হ্যারিসের
Next articleদেশে কোভিডের দ্বিতীয় ঢেউ ৬২৪ ডাক্তারের প্রাণ কেড়েছে ৩০ জন মৃত বাংলায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here