Daily Horoscope: কন্যা রাশির কূটনৈতিক জয়,মকরের সৃষ্টিশীল কাজের যোগ, পড়ুন রাশিফল

0
602

মেষ/ARIES
উৎপাদন বৃদ্ধি। অলৌকিক সংবাদ প্রাপ্তি। অসৎ সঙ্গে ক্ষতি। স্বজন সমাগম। পায়ের কোনও পুরনো ব্যথা ভোগাতে পারে। স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। সাহসিকতা প্রদর্শন। ব্যবসায়ীদের জন্য শুভ। 

বৃষ / TAURUS
ব্যবসায় মন্দাভাব। পরীক্ষায় সফলতা। চিকিৎসা বিভ্রাট। পারিবারিক সমস্যা। অহেতুক অশান্তি। প্রেমে বিঘ্ন আসবে। শেয়ার ব্যবসায় লাভ। দাম্পত্য সুখ। শত্রুর সঙ্গে সন্ধি। গোলযোগের আশঙ্কা।

মিথুন GEMINI
সম্পত্তি বিরোধ। অপমানিত হতে পারেন। নতুন চাকরীর সুযোগ। জীবনে নতুন মানুষ আসতে পারে।জমিবাড়ি ক্রয়ের যোগ। ব্যবসায় জটিলতা। নৈরাশ্য থেকে মুক্তি। বিদ্যার্থীদের জন্য শুভ।

কর্কট CANCER
বেহিসাবি খরচ।  বিশ্বাস ভঙ্গ। ঋণ পরিশোধ। প্রেমে বিঘ্ন। সুখকর বদলি। বিজ্ঞানীদের সাফল্য। বিবাহিতরা কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। যানবাহনে বিপদ। ক্রীড়ায় সাফল্য।

সিংহ LEO
বিপর্যয়। প্রেমের সম্পর্ক মধুর হবে। চিকিৎসায় বহু ব্যয়। মানসিক আঘাত। নিকট বন্ধু দ্বারা ক্ষতি হতে পারে। গৃহবিবাদ। সঙ্গীতে সাফল্য। বহু পুরনো সমস্যার সমাধান হবে। জীবাণু সংক্রমণ। 

কন্যা VIRGO
কূটনৈতিক জয়। পারিবারিক জীবনে উত্থান-পতন হতে পারে। মেধার বিকাশ। আনন্দময় পরিবেশ থাকবে।অর্থনৈতিক সমস্যা মিটবে। বন্ধুদের প্রতি তিক্ততা বৃদ্ধি পাবে। অবৈধ প্রণয়ের সম্ভাবনা।

তুলা LIBRA
ভোগ বিলাস। প্রিয়জনদের শরীরের দিকে নজর রাখুন। পিতার পরামর্শে উন্নতি।  আয় বৃদ্ধি।  নব কর্মারম্ভ। বদলির সম্ভাবনা রয়েছে। কেরিয়ারে সাফল্য। দানশীলতা। মেধার বিকাশ হবে। বিহ্বলতা। 

বৃশ্চিক SCORPIO
গোপন কথা ফাঁস। শরিকি দ্বন্দ্ব। জনসেবায় শ্রমদান। অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন।ব্যবসায়ে ক্ষতি। কাজের প্রতি বেশি মনোযোগ দিন। পতনাশঙ্কা। 

ধনু SAGITTARIUS
অযথা চিন্তা। অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে। গৃহসংস্কার। রমণীপ্রীতি। ঝামেলা এড়িয়ে চলুন। গীতবাদ্যনুরাগ। নৈতিক অবনতি। আয় বৃদ্ধির যোগ। স্বাস্থ্যহানি। অলসতা বৃদ্ধি। ধৈর্য ধরতে হবে। 

মকর CAPRICORN
সৃষ্টিশীল কাজ। অসৎ কর্মে ক্ষতি। ব্যস্ততা থাকবে। সন্তানের সাথে বিরোধ। কর্মে সুখ্যাতি লাভ হবে। চাকুরী প্রাপ্তির সুযোগ। প্রণয় ভঙ্গ। যানবাহনে বিপদ। সার্বিক উন্নতি। সম্পর্কের উন্নতি। প্রশিক্ষণ লাভ। 

কুম্ভ AQUARIUS
 
দেহপীড়া। বন্ধু বিরোধ। অর্থাগমে বিলম্ব। দুর্ঘটনার যোগ। সহকর্মীর বুদ্ধিতে বাড়তি অর্থ উপার্জন হতে পারে। পারিবারিক জীবনে শান্তি ও আনন্দ থাকবে। মিথ্যাপবাদ। পরিশ্রম বৃদ্ধি। গুপ্তশত্রুতায় ক্ষতি।

মীন PISCES
অনুশোচনা। প্রশিক্ষণে সাফল্য। ভ্রান্ত সিদ্ধান্ত। পরিবারের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন।স্ত্রীলোক দ্বারা ক্ষতি। সংবেদনশীল সম্পর্কের ক্ষেত্রে কিছুটা বিভ্রান্ত বোধ। মানসিক অবসাদ। ঔদ্ধত্যে ক্ষতি। রোমান্টিক সময় কাটবে।

Previous articleসফর সফল!‘দু’মাস অন্তর দিল্লি আসব,’ বার্তা মমতার
Next articleনিম্নচাপ সরল, কোন জেলায় অতি ভারী বৃষ্টি, কেমন থাকবে বঙ্গের আবহাওয়া ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here