Daily Horoscope: কন্যা রাশির ঔদ্ধত্যে ক্ষতি, মীনের গৃহে চুরির সম্ভাবনা

0
521

দেশের সময় অ্যাস্ট্রো ডেস্কঃ মেষ থেকে মীন রাশি। রাশিচক্রের এই ১২টি রাশির ওপর আমাদের জীবন অনেকাংশে নির্ভরশীল। আমাদের জীবনের ভালো-মন্দ যা কিছু তা নির্ধারিত হয় এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাবের ওপর ভিত্তি করে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। আজকের রাশিফল আপনাকে বলবে আজকের দিনে কোন জিনিসের প্রতি অধিক খেয়াল রাখতে হবে আর কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, কোন বিষয়টি আজ আপনাকে উন্নতির পথে নিয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

মেষ/ARIES
সমস্যা বৃদ্ধি। অর্থাগমের সম্ভাবনা। পরিবারের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। নিরানন্দ।  

বৃষ / TAURUS
ক্ষমতা হস্তান্তর। গোপনকথা ফাঁস হওয়ার সম্ভাবনা। অযথা চিন্তা। বিদেশ থেকে ভাল খবর আসতে পারে। 

মিথুন GEMINI
দাম্পত্য কলহ। প্রতিষ্ঠালাভ। স্বাস্থের দিকে নজর দিন। ব্যবসার ক্ষেত্রে বাঁধা আসতে পারে। অপবাদ। 

কর্কট CANCER
প্রিয়জনসঙ্গ। অশান্ত ও অস্থির হয়ে উঠবেন। গঞ্জনাভোগ। জনপ্রিয়তা অর্জন করতে পারেন। সুখসম্ভক। 

সিংহ LEO
অনুরাগ বৃদ্ধি। কাজের চাপ বৃদ্ধির সম্ভবনা আছে। ছাত্র-ছাত্রীদের জন্য শুভ। সু-সংবাদ প্রাপ্তি হবে। 

কন্যা VIRGO ঔদ্ধত্যে ক্ষতি। মানসিক শক্তি বাড়বে। পরোপকারে শান্তি লাভ হবে। সঞ্চয়ের সুযোগ আসবে। 

তুলা LIBRA
সুপরামর্শ লাভ। স্থান পরিবর্তন। চিত্ত চাঞ্চল্য। আরোগ্যলাভ হবে। গৃহে চুরির সম্ভাবনা।

বৃশ্চিক SCORPIO
কর্মে খ্যাতিলাভ। সহকর্মীর বুদ্ধিতে বাড়তি অর্থ উপার্জন হতে পারে। সড়ক পথে সাবধানে যাতায়াত করুন। 

ধনু SAGITTARIUS
পত্নীবিরহ। মর্যাদালাভ। সাবধানে সিদ্ধান্ত নেবেন। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন।  

মকর CAPRICORN
অনুতপ্ত। পুরনো শারীরিক সমস্যায় ফের ভুগতে পারেন। শিরঃপীড়ার সম্ভবনা। সহায়তা লাভ। 

কুম্ভ AQUARIUS
অর্শাদিপীড়া। প্রেমে বিঘ্ন আসবে। সমস্যায় জড়িত হতে পারেন। অর্থব্যয়ের সম্ভাবনা। 

মীন PISCES
গৃহে চুরীর সম্ভবনা। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। মেধার বিকাশ। আর্থিক উন্নতি হবে। রোগ ব্যাধি হতে পারে।

Previous articleএবার সিআইডি হানা অর্জুন সিংয়ের বাড়িতে
Next articleঘূর্ণিঝড় যশ: কতটা শক্তিশালী হবে? জানাল আলিপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here