Daily Horoscope:মিথুনের মানহানি,বৃশ্চিক রাশির জাতকের মানসিক অবসাদ, জানুন আজকের রাশিফল

0
573

মেষ/ARIES
বিরক্তিভাব। পদপীড়ায় কষ্ট। আশাভঙ্গ। পরোপকার। নির্যাতন। চিকিৎসা বিভ্রাট। শিরঃপীড়া। জুয়ায় ক্ষতি। বাসনা পূরণ। নৈতিক অবনতি। আর্থিক সাফল্য। শিল্পীদের সাফল্য।

বৃষ / TAURUS
আশাহত। আশার সঞ্চার। উদ্যম বৃদ্ধি। কর্মে সফলতা। অর্থনৈতিক সংকট থাকবে। রক্তপাতের সম্ভাবনা। পারিবারিক বিপদ। মানসিক তৃপ্তি। মেধার বিকাশ। সুপরামর্শ লাভ।

মিথুন GEMINI
মানহানি। অভীষ্ট পূরণ হতে পারে। চিত্তবিক্ষেপ। পাকস্থলীর রোগ। আর্থিক উন্নতি। অবৈধ প্রণয়। বন্ধুপ্রীতি। কর্মে অনীহা। শুভ যোগাযোগ। কর্মে খ্যাতি। ঋণের সম্ভাবনা। 

কর্কট CANCER
ধনাগম। স্বাস্থ্যের উন্নতি। ব্যবসায় অগ্রগতি। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। শরিকি বিরোধ। কর্মসংস্থানের সুযোগ। দৈনন্দিন জীবনধারা ঠিক রাখুন। জনপ্রিয়তা অর্জন করতে পারেন। 

সিংহ LEO
আত্মীয় বিয়োগ। শিক্ষাক্ষেত্রে এটি ভাল সময়। অর্থদণ্ড। শেয়ার ব্যবসায় লাভ। বন্ধুর সাহায্য লাভ। মরসুম বদলের জন্য রোগ সংক্রমণ। প্রণয়াসক্তি। সু-সংবাদ প্রাপ্তি হবে।

কন্যা VIRGO
অনর্থপাত। চৌর্যভয়। নিজের স্বাস্থ্যের ব্যাপারে আরও সচেতন হন। যারা সম্পদ কেনা বেচা করেন, তাঁদের সময়টা ভাল যাবে। গোলযোগ। বিজ্ঞানীদের সাফল্য। পরিশ্রম বৃদ্ধি। 

তুলা LIBRA
সৎকার্যে ব্যয়। নিজের দায়বদ্ধতা এড়ানোর ফলে সংসারে অশান্তি। বিপদের আশঙ্কা। মামলায় জয়। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধান। লেনদেনের সম্পর্কে সতর্ক থাকুন। মান যশ বৃদ্ধি।

বৃশ্চিক SCORPIO মানসিক অবসাদ। আর্থিক উন্নতি হবে। মিত্র লাভ। অপমানিত হতে পারেন। নতুন চাকরীর সুযোগ। গৃহ সমস্যা। প্রেম – প্রণয়ে বাধা। অর্থ সংকট। প্রতিযোগিতায় সাফল্য। 

ধনু SAGITTARIUS
উন্নতির সুযোগ। পারিবারিক জীবনের জন্য সময়টা ভাল নয়। প্রেমের সম্পর্ক মধুর হবে। চিকিৎসায় বহু ব্যয়। মানসিক আঘাত। আয় ও ব্যয়ের মাঝে সমন্বয় করুন।  চাকুরিতে সফলতা। 

মকর CAPRICORN
শ্লেষ্মা বৃদ্ধি। ভাল কোনও জিনিস উপহার পেতে পারেন। কর্মে খ্যাতিলাভ। সমস্যার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিতদের জন্য মঙ্গলজনক হবে। রাজনৈতিক সংঘর্ষ। হতাশা বৃদ্ধি।  


 কুম্ভ AQUARIUS প্রফুল্লতা। চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন। অপবাদ থেকে দূরে থাকুন। পৈতৃকসূত্রে লাভ। নব প্রচেষ্টা। ক্রোধান্বিত বোধ করবেন। প্রাপ্তিযোগ রয়েছে। সঙ্গীতে সম্মান। ভাতৃস্নেহ। কর্মক্ষেত্রে বদলি।

মীন PISCES অগ্নিভয়। মানসিক ক্লেশ। অযথা ঝামেলায় জড়াবেন না।  প্রতারিত হতে পারেন, তাই সতর্ক থাকুন। ভ্রমণের পরিকল্পনায় অনেকটা সময় ব্যয় হবে। স্বামী- স্ত্রীর মধুর সম্পর্ক বজায় থাকবে।

Previous articleসনিয়া-সাক্ষাতের পর ঐক্যের বার্তা মমতার
Next articleWeather Update: আজকেও চলবে অতিভারী বৃষ্টি,কোন কোন জেলায় বিপর্যয়ের আশঙ্কা? কী জানাল হাওয়া অফিস জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here