DA: চাপ বাড়ল রাজ্যের ! কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ আরও ৪ শতাংশ বৃদ্ধির ঘোষণা

0
676

দেশেরসময় ওয়েবডেস্কঃ যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।

সম্প্রতি কোভিডের জন্য কয়েক মাসের ডিএ দেওয়া বন্ধ করে দিয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। তা নিয়ে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মধ্যে ক্ষোভও ছিল ব্যাপক। কিন্তু ২০২২-২৩ অর্থবছরের প্রায় শেষে আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।

রাজনৈতিক মহলের মতে, কেন্দ্রীয় সরকারের এই ঘোষণা অবশ্যম্ভাবী ছিল। কিন্তু নয়াদিল্লির ঘোষণা বাংলার রাজনীতিকেও আন্দোলিত করতে পারে বলে মত অনেকের। কেন, কী বৃত্তান্ত তা সাম্প্রতিক রাজনীতির মধ্যেই নিহিত রয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর শুক্রবার এই ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। ফলস্বরূপ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ 38 শতাংশ থেকে বেড়ে হল 42 শতাংশ।

কেন্দ্রীয় মন্ত্রীর তরফে এই ডিএ বৃদ্ধির খবরকে নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, এই ডিএ বৃদ্ধিতে 12,815 কোটি টাকায় মঞ্জুরি দিয়েছে কেন্দ্র।

শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফেই এই ডিএ বৃদ্ধিতে গ্রিন সিগন্যাল দেওয়া হয় । এরফলে জানুয়ারি থেকে বকেয়া ডিএ মার্চের শেষেই পাবেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে 47.58 লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও 69.76 লাখ পেনশনভোগী উপকৃত হবেন।

প্রসঙ্গত প্রতি বছরে দু ‘বার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি হয়। একটি জানুয়ারিতে ও অপরটি জুলাইতে। জানুয়ারির ডিএ বৃদ্ধিই হল এ বছরের মার্চে। তবে জানুয়ারি থেকেই টাকা বকেয়া হিসেবে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এর আগে শেষবার ডিএ বেড়েছিল সেপ্টেম্বর মাসে। তখনও 4 শতাংশ ডিএ বৃদ্ধিতে অনুমোদন দিয়েছিল কেন্দ্র। যার ফলে সরকারি কর্মচারীদের ডিএ 34 শতাংশ থেকে বেড়ে হয়েছিল 38 শতাংশ।

ডিএ বৃদ্ধির ফলে হাতে পাওয়া টাকার পরিমাণও বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। যদি ধরে নেওয়া হয় ডি গ্রেডের কোনও কর্মীর বেতন 18,000 টাকা। সেক্ষেত্রে এতদিন তিনি মহার্ঘ ভাতা হিসেবে প্রতি মাসে পেতেন 38 শতাংশ করে 6840 টাকা। যা কিনা 42 শতাংশ হওয়ায় বেড়ে হবে 7560 টাকা। অর্থাৎ প্রতি মাসে 720 টাকার বেতন বৃদ্ধি। যা কিনা বছরের শেষে গিয়ে হবে 8640 টাকা। একই ভাবে কোনও কেন্দ্রীয় সরকারি কর্মীর বেতন যদি 25,000 টাকা হয়, সেক্ষেত্রে তিনি এই ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে প্রতি বছরে 10,710 টাকা বেতন বেশি পাবেন

কেন্দ্রের এই ডিএ বৃদ্ধির ফলে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ -র ফারাক আরও বেশ কিছুটা বাড়ল। যদিও রাজ্য সরকারের চাকরি করে কেন্দ্রীয় হারে ডিএ -এর দাবি কতটা সঙ্গত? তা নিয়ে প্রশ্ন করেছেন অনেকে। কিন্তু রাজ্য সরকারের কর্মচারীরা বর্তমানে ডিএ বৃদ্ধির আন্দোলনে অনড় রয়েছেন।

Previous articleLunar Occultation: মহাজাগতিক ঘটনা! রমজানের প্রথম সন্ধেয় চাঁদের গায়ে আলোর বিন্দু, কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে অবাক করা দৃশ্য
Next articleWeather Update: ফের আবহাওয়ার বদল,সপ্তাহের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here