![](https://deshersamay.com/wp-content/uploads/2022/03/1643963554700.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/03/2020-12X5-copy-1024x427-1-1024x491-1.jpg)
দেশের সময় ওয়েবডেস্কঃ সাইক্লোন আছড়ে পড়তে চলেছে বাংলায়? তবে কী ফের বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়বে বাংলা? আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সাইক্লোনটির নাম সিত্রাং।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/03/annapurna-car-bazar-new-ad-1-1024x768-1.jpg)
থাইল্যান্ডের নাম। মার্চের শেষ সপ্তাহে সাইক্লোনটি আছড়ে পড়তে পারে উপকূলে। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ১৫০ কিলোমিটার। এখনও অবধি যা খবর, ইন্দোনেশিয়ার বান্দা আচে উপকূলে তৈরি হওয়া এই গভীর নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ভারত মহাসাগর থেকে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসতে পারে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/03/dey-scaled.jpg)
তবে এর সুনির্দিষ্ট গতিপথ এখনও জানা যায়নি। আবহাওয়াবিদরা নিম্নচাপটির গতিবিধির উপর নজর রেখেছেন। এটুকু জানা গেছে, বঙ্গোপাসাগরে প্রবেশের পর এই গভীর নিম্নচাপ শক্তিবৃদ্ধি করে সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যা পশ্চিমবঙ্গ–ওড়িশা অভিমুখে যাবে নাকি বাংলাদেশ উপকূলের দিকে চলে যাবে তা এখনই বলতে পারছেন না আবহাওয়াবিদরা।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/03/maasaradaroadlines02-scaled.jpg)