দেশের সময় ওয়েবডেস্কঃ ইতিমধ্যেই আলমারি থেকে বেরিয়ে পড়েছে শীতের পোশাক । সকালের দিকে বেশ ঠান্ডাই অনুভূত হচ্ছে।
শীতের আমেজ গায়ে মেখে বেশ ভালোই উইকেন্ড কাটিয়েছিলেন রাজ্যবাসী। তবে সপ্তাহের শুরুতে কিছুটা হলেও বেড়ে যায় তাপমাত্রা । তা অবশ্য বোঝার তেমন উপায় নেই।
রাজ্যে শীতের আমেজ ফিরলেও আপাতত জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ ফিরেছে। জেলায় জেলায় শীতের আমেজ কিছুটা বেশি। তবে এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই।
মঙ্গলবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। সোমবারের থেকে তাপমাত্রা তেমন একটা পরিবর্তন হয়নি।
ফের বঙ্গোপসাগরে সাইক্লোনের চোখরাঙানি৷ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়ে রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন৷ এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় এই নিম্নচাপ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে।
এবারের সাইক্লোনের নাম মনদাউস ৷ এই নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি৷ ওয়ার্ল্ড মেটিওরলজিক্যাল ডিপার্টমেন্টের নিময় মেনেই এবারের সাইক্লোনের নাম দেওয়া হয়েছে ইউএই- র প্রস্তাব অনুযায়ি৷
আইএমডি জারি করা ওয়েদার অ্যালার্ট অনুযায়ি তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলে এটি শুক্রবার সকালে নাগাদ পৌঁছতে পারে৷ তামিলনাড়ুর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ উপকূলেও ধ্বংসলীলা চালাতে পারে এই সাইক্লোন৷ হতে পারে প্রবল বৃষ্টি৷
বুধবার রাত থেকেই আবহাওয়ার বড় ভোলবদল হতে চলেছে৷ তামিলনাডু, পুদুচেরি, করাইকাল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে এর প্রভাব পড়তে শুরু করবে। ভারী বৃষ্টি এমন কি ঝড়ো হাওয়া বইতে শুরু করবে। বুধবার ভারী বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে ৷
বৃহস্পতিবার এই দমকা ও ঝড়ো হওয়ার পরিমাণ ও গতিবেগ দুই আরও বাড়বে। সকালের দিকে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। সেই মুহূর্তে এই ঘূর্ণিঝড় মনদাউসের গড় গতিবেগ ৭০ কিলোমিটার হবে এবং গাস্টিং স্পিড সর্বোচ্চ ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
হাওয়া অফিস জানাচ্ছে,মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। রবিবার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায়। ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা। দক্ষিণ পূর্ব বাঙ্গোপসাগর থেকে এটি ক্রমশ সরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে। এর অভিমুখ হবে তামিলনাড়ু উপকূলে। শুক্রবারের মধ্যে এটি উপকূলের কাছাকাছি পৌঁছবে। তামিলনাড়ু উপকূল এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় প্রভাব পড়বে। দক্ষিণ ভারত অভিমুখী হওয়ায় সরাসরি এর কোনও প্রভাব পড়বে না বাংলায়।
এদিকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা বুধবার আসতে পারে উত্তর-পশ্চিম ভারতে। তার ফলে উত্তুরে হাওয়ার প্রভাব কিছুটা হলেও কমার সম্ভাবনা রয়েছে। তার আগে পর্যন্ত পূর্ব ভারতে ও মধ্য ভারতের তাপমাত্রা কমে শীতের আমেজ জমিয়ে পড়বে। ওড়িশা ও ঝাড়খণ্ডে আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। হিমাচল প্রদেশ ও পঞ্জাবে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।