দেশের সময় ওয়েবডেস্কঃ শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে থাকা নিম্নচাপটি আর কয়েক ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
আজ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ওপর দিয়ে সেটি যাবে। মঙ্গলবার উত্তর মায়ানমার ও দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে ‘অশনি’।দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা একই থাকবে। সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা।
দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা একই থাকবে। সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা।
ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও পরোক্ষ প্রভাব পড়বে। প্রচুর জলীয় বাষ্প এরাজ্যে ঢুকছে। আর তার জেরেই আগামী কয়েকদিনে অস্বস্তি আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাড়বে তাপমাত্রাও। তবে কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৬ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আমফান, ইয়াসে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল গোটা রাজ্য। তবে এবার ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার তেমন সম্ভাবনা নেই। তাই হাঁফ ছেড়ে বাঁচল বঙ্গবাসী।