Crime News: ছেলেকে খুন করে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা বাবা-মার, শেষরক্ষা হল না

0
689

দেশের সময়: ছেলেকে খুন করে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করেছিল বাবা। কিন্তু শেষরক্ষা হল না। পুলিশের কাছে ধরা পড়ে গেল গোটা ঘটনা।

ছত্তিশগড়ের রায়গড়ের এ ঘটনায় আলোড়ন ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি তার ১৮ বছরের ছেলেকে খুন করে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করেছিল। লাইলুঙ্গা থানার পুলিশ অফিসার দীপক মিশ্র বলেছেন, গত ৫ মে লাকড়া টোকরি রোডে লোদাপানি গ্রামের বাসিন্দা কুহরু সিংগারের ছেলে টেকমানি পাইকারার দেহ উদ্ধার হয়। তার মৃতদেহের পাশে পড়েছিল একটি মোটর বাইক। মৃত ওই যুবকের কাকা পুলিশে খবর দেন যে, দুর্ঘটনায় টেকমানির মৃত্যু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মৃতের অভিভাবকরা জানিয়েছিলেন, মৃত যুবক একাদশ শ্রেণির ছাত্র ছিল। হস্টেল থেকে সে বাড়ি ফিরছিল কিছুদিন আগেই। এবং বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়েছিল। মৃত যুবকের মা করমবতী পাইকারা প্রথম ছেলের দেহ দেখতে পান। বাড়ির কাছেই রাস্তার ধারে পড়েছিল দেহটি।

ময়নাতদন্তেও মৃত যুবকের শরীরে গুরুতর জখমের চিহ্ন পাওয়া যায়। এরপরই পুলিশ তদন্ত শুরু করে। যুবকের বাড়িতে এসে উঠোনে পুলিশ বেশ কয়েকটি জায়গায় রক্তের চিহ্ন দেখতে পায়। ফরেনসিক পরীক্ষায় দেখা যায়, ওই রক্ত মানুষেরই। এরপরই ওই যুবকের বাবা-মাকে টানা জেরা করে পুলিশ। প্রথমদিকে অস্বীকার করলেও পরে তারা স্বীকার করে, পড়াশোনায় মনোযোগ না থাকায় এবং বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে দেরি করে বাড়ি ফেরায় তাকে মারধর করা হয়। এতেই মৃত্যু হয় ওই যুবকের।

এরপরই প্রমাণ লোপাটে তারা ছেলের দেহ এবং মোটর বাইক রাস্তার ধারে ফেলে দিয়ে আসে। তারপর পুলিশকে ফোন করে ঘটনাটিকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করে। অপরাধ স্বীকার করে নেওয়ায় মৃত যুবকের বাবা-মাকে গ্রেফতার করা হয়েছে।

Previous articleMadhya Pradesh polls: মধ্যপ্রদেশে কংগ্রেস জিতলে বিনামূল্যে বিদ্যুৎ, আশ্বাস কমলনাথের
Next articleMadhyamik results:আজ সকাল দশটায় প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here