Crime: ৩৭ লক্ষ টাকা কর বকেয়া, ইনকাম ট্যাক্স থেকে নোটিশ পেয়ে ঘুম উড়ল দিনমজুরের

0
761

দেশের সময়: নেহাতই একজন দিনমজুর। সকালে ঘুম থেকে উঠে কাজে গেলে খাওয়া জোটে। কাজে না গেলে হাঁড়ি চড়ে না বাড়িতে। এমনই একজন দিনমজুরের কাছে নাকি সাড়ে ৩৭ লক্ষ টাকা কর বকেয়া। ইনকাম ট্যাক্স দপ্তরের নাম করে আসা একটি নোটিশ হাতে পেয়ে ঘুম ছুটল ওই দিনমজুরের। বিহারের এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে প্রতারণা বলেই মনে করছে পুলিশ।


বিহারের খাগাড়িয়া জেলার মাঘাউনা গ্রামের বাসিন্দা গিরীশ যাদব। দিনমজুরের কাজ করে তিনি দিনে সাকুল্যে ৫০০ টাকা রোজগার করেন। তাঁর কাছেই সম্প্রতি ইনকাম ট্যাক্স দপ্তরের নাম করে একটি নোটিশ এসেছে। যেখানে তাঁকে অবিলম্বে বকেয়া সাড়ে ৩৭ লক্ষ টাকা কর মেটাতে বলা হয়েছে।

ওই নোটিশ হাতে পেয়েই খাওয়া ঘুম উধাও হয়েছে গিরীশের। পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।
আলাউলি থানার আধিকারিক পুরেন্দ্র কুমার বলেছেন, আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি প্রতারণার ঘটনা।

পুলিশ সূত্রে খবর, ওই শ্রমিকের নামে ইস্যু করা প্যান কার্ড নম্বর দিয়েই বকেয়া করের নোটিশ এসেছে।
অভিযোগকারী জানিয়েছেন, তিনি দিল্লিতে দিনমজুরের কাজ করেন। একবার এক দালালের মাধ্যমে প্যান কার্ড তৈরির চেষ্টা করেছিলেন। তাকে কিছু নথিপত্রও দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে ওই দালালকে আর দেখতে পাননি তিনি।

আশ্চর্যের বিষয়, আয়কর দফতরের নাম করে পাঠানো ওই নোটিশে বলা হয়েছে, ওই শ্রমিক রাজস্থানের একটি কোম্পানিতে কাজ করেন। কিন্তু গিরীশের অভিযোগ, তিনি আজ পর্যন্ত রাজস্থানে কোনওদিন যাননি। সুতরাং সেখানকার কোম্পানিতে কাজ করার প্রশ্নই আসে না।

Previous articleপুত্র সন্তানের জন্য তান্ত্রিকের কথা মতো স্ত্রীকে জনসমক্ষে নগ্ন হয়ে স্নান করতে বাধ্য করলেন স্বামী!
Next articleBangladesh:মূল্যবৃদ্ধির আগুনে পুড়ছে বাংলাদেশ, একমাসে চালের দাম বাড়ল ১৫ শতাংশ, আটার দাম বেড়েছে ২০ শতাংশ, দাম বাড়ল সয়াবিন তেলের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here