দেশের সময় ওয়েবডেস্কঃ ধীর গতিতে হলেও আক্রান্তের সংখ্যা বাড়ছে রোজই। জুনের প্রথম থেকেই দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। ৬ দিনের মধ্যেই সংক্রমণ ছাড়াল সাড়ে চার হাজারের গণ্ডি! যা ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে, ওমিক্রনের দাপট এবং করোনাবিধিতে ঢিলেমির জেরেই দেশে ফের ব্যাপক হারে বাড়ছে সংক্রমণ , এমনটাই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা৷
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫১৮ জন। একদিনে দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৯ জন। করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৭৭৯ জন। এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৫ হাজার ৭৮২। রবিবার যা ছিল ২৩ হাজারের সামান্য বেশি।
গোটা দেশের মধ্যে উল্লেখযোগ্যভাবে মহারাষ্ট্র, কেরল এবং তামিলনাড়ুতে বাড়ছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৯৪ জন। যাঁদের মধ্যে শুধুমাত্র মুম্বইতে আক্রান্ত ৯৬১ জন। দিল্লিতেও বাড়ছে সংক্রমণ। আক্রান্ত হয়েছেন ৩৪৩ জন। সংক্রমণ বাড়তেই গোটা মহারাষ্ট্রে মাস্ক বিধি বাধ্যতামূলক করা হয়েছে।