Covid Update: ফের দেশে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, দৈনিক সংক্রমণ বাড়ল ৪০ শতাংশ

0
306

দেশের সময় ওয়েবডেস্কঃ করোনার নতুন ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা বাড়ছে ফের।গতকালই রেকর্ড পরিমাণে বেড়েছিল করোনা সংক্রমণ। মার্চ মাসের পর গতকালই প্রথম সংক্রমণ ছুঁয়েছিল পাঁচ হাজার। কিন্তু, এবার গতকালের থেকেও বাড়ল সংক্রমণ। তাও অল্প নয়, একলাফে প্রায় ৪০ শতাংশ।

জুনের প্রথম সপ্তাহ থেকেই দেশে ধীর গতিতে বাড়ছে দৈনিক সংক্রমণ। গত তিন মাস পর বুধবারেই তা ৫ হাজারের গণ্ডি ছাড়িয়েছিল। গতকালের তুলনায় বৃহস্পতিবার দৈনিক সংক্রমণ বাড়ল ৪০ শতাংশ। করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ ঘিরে আবারও দুশ্চিন্তার ভাঁজ স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন সাত হাজার ২৪০ জন, এই সময়ে করোনা প্রাণ কেড়েছে আট জনের। দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৪৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন তিনি হাজার ৫৯১ জন। করোনা মহামারী শুরুর দিন থেকে এখনও পর্যন্ত দেশে কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন চার কোটি ২৬ লাখ ৪০ হাজার ৩০১ জন। মার্চ মাসের পর আজকের সংক্রমণের পরিসংখ্যানই সর্বোচ্চ। আর কোভিডের এই বাড়বাড়ন্ত রীতিমতো উদ্বেগে ফেলছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৪০ জন। বুধবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ২৩৩। নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ার পর দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ৩১ লক্ষ ৯৭ হাজার ৫২২।

বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৪৯৮। গতকালের তুলনায় যা সাড়ে ৩ হাজার বেশি। দেশে সক্রিয় রোগীর হার হঠাৎ বেড়ে দাঁড়িয়েছে ০.০৮ শতাংশে। বর্তমানে দেশে সংক্রমণের হার বেড়ে হয়েছে ২.৮৪ শতাংশ।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭০১ জন। ২৫ জানুয়ারির পর মহারাষ্ট্রে সংক্রমণ ছাড়াল আড়াই হাজারের গণ্ডি। অন্যদিকে কেরলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ হাজার ২৭১ জন। একদিনে দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৮ জন। 

তবে এই আতঙ্কের মধ্যেই স্বস্তি এই সময়ে সংশ্লিষ্ট রাজ্যে করোনা প্রাণ কাড়েনি কারও। এরমধ্যে শুধুমাত্র মুম্বইয়েই গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৬৫ জন।

তার থেকেই উদ্বেগের বিষয় এই আক্রান্তদের মধ্যে এক হাজার ৬৮২ জনের দেহেই করোনার কোনও উপসর্গ নেই। বাকি ৮৩ জনের শরীরে করোনার উপসর্গ লক্ষ্য করা গিয়েছে এবং ১১ জনকে অক্সিজেন সাপোর্টে রাখতে হয়েছে। মহারাষ্ট্রে করোনা পরিস্থিতির এই বাড়বান্তের জেরে কোভিড প্রোটকলের উপর বিশেষ জোরদেওয়ার কথা বলা হয়েছে।

বাংলাতে কেরালা বা মহারাষ্ট্রের তুলনায় কোভিড গ্রাফ অনেকটাই নিম্নমুখী। কিন্তু, রাজ্যেও আগের দিনের তুলনায় বেড়েছে করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫ জন। এই সময়ে করোনামুক্ত হয়েছেন ৪৮ জন।

বর্তমানে রাজ্যে কোভিডে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড টেস্ট হয়েছে সাত হাজার ৯৫৬ জনের। করোনা মহামারী শুরুর দিন থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৮৩২ জন এবং করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৯৮ হাজার ১৫৮ জন।

Previous articleSinger Bishakh jyoti : ‘ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল.. ‘ সংগীত শিল্পী বিশাখজ্যোতির একান্ত সাক্ষাৎকার! দেখুন ভিডিও
Next articleRoddur Roy: জামিন পেলেন না রোদ্দুর রায়, ১৪ জুন অবধি পুলিশ হেফাজতে পাঠাল ব্যাঙ্কশাল আদালত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here