![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/1633844855333-684x1024-1.jpg)
দেশের সময় ওয়েবডেস্কঃ পুজোর পরে বেড়েই চলেছে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৪৬ জন।
উৎসবের মরসুমে ফের উদ্বেগ বাড়াচ্ছে কলকাতার করোনা সংক্রমণের পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টায় এ শহরে নতুন আক্রান্ত আগের দিনের থেকে বেড়ে প্রায় আড়াইশো হয়েছে। শহর লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। এর জেরে রাজ্য জুড়ে নতুন আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী হয়ে প্রায় সাড়ে ৮০০-র গণ্ডি ছুঁয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যুর সংখ্যা কিছুটা নিম্নমুখী হয়েছে। সেই সঙ্গে দৈনিক টিকাকরণও বেড়েছে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/annapurna-car-bazar-new-ad-1-1024x768-1.jpg)
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ৭৯২ জন। এখনও পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৫,৮৪,৪৯২ জন।
শুক্রবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪৬ জন। তার মধ্যে কলকাতার ২৪২ জন বাসিন্দার মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। বস্তুত, দুর্গাপুজোর আগে থেকেই কেনাকাটার জন্য শহরের রাস্তায় লাগামছাড়া ভিড় দেখেই সংক্রমণ বাড়ার আশঙ্কা করেছিল চিকিৎসক মহল। পুজোর সময়েও দূরত্ববিধির পরোয়া না করে মণ্ডপে মণ্ডপে জমায়েত করেছেন মানুষজন। মাস্ক পরার তোয়াক্কা না করেই রাস্তায় নেমেছেন বহু শহরবাসী। করোনার বিরুদ্ধে এই বেপরোয়া মনোভাবের জেরেই যে কলকাতা এবং শহর লাগোয়া জেলায় জেলায় সংক্রমণ ঊর্ধ্বমুখী, তা মনে করছেন চিকিৎসকেরা।
রাজ্যে বর্তমানে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭,৫২২ জন। এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ১৯,০৩৩ জনের।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/2020-12X5-copy-1024x427-1-1024x491-1.jpg)
কলকাতার মতোই আশঙ্কাজনক পরিস্থিতি দুই ২৪ পরগনা, হাওড়া বা হুগলির পরিসংখ্যান। উত্তর ২৪ পরগনায় আরও ১১৬ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। অন্য দিকে, দক্ষিণ ২৪ পরগনায় ৮৪, হুগলিতে ৭৯, হাওড়ায় ৭০ জন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। নদিয়া দৈনিক আক্রান্ত ৪১। এ ছাড়া, রাজ্যের প্রায় প্রতিটি জেলায় কমবেশি সংক্রমণ ছড়িয়েছে। স্বাস্থ্য দফতরের হিসাব জানিয়েছে, এখনও পর্যন্ত ১৫ লক্ষ ৮৪ হাজার ৪৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও এই মূহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৫৭৭। প্রসঙ্গত, আগের দিনের থেকে এই সংখ্যাও ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবারের বুলেটিনে সংক্রিয় রোগীর সংখ্যা ছিল ৭ হাজার ৫৩৫। তবে সংক্রমণ বাড়লেও এর দৈনিক হার কমে হয়েছে ২.১০ শতাংশ।
রাজ্যে সুস্থতার হার ৯৮.২ শতাংশ। জেলা ভিত্তিক সংক্রমণের নিরিখে শীর্ষ রয়েছে কলকাতা।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/dey-internatalal-1-1024x853-1.jpg)
স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। তার মধ্যে উত্তর ২৪ পরগনায় ৪, কলকাতায় ৩, হুগলিতে ২ জন মারা গিয়েছেন। দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে ১ জন করে আক্রান্তের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দফতরের হিসাবে এখনও পর্যন্ত মোট ১৯ হাজার ৩৩ জন কোভিড রোগী মারা গিয়েছেন।
শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২৪২ জন। মৃত্যু হয়েছে ৩ জনের ।
তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। শেষ ২৪ ঘণ্টায় এই জেলায় সংক্রমিত হয়েছেন ১১৬।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/deb-chanacur-1-1024x853-1.jpg)
এ রাজ্যে দৈনিক টিকাকরণ বেড়ে ৯ লক্ষাধিক হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। শুক্রবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, তার আগের ২৪ ঘণ্টায় ৯ লক্ষ ২৪ হাজার ৫৫৪ জনকে টিকা দেওয়া হয়েছে।
টিকাকরণের মতোই কোভিড পরীক্ষাও আগের দিনের থেকে বেড়েছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ৪০ হাজার ৩০৩টি কোভিড পরীক্ষা হয়েছে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/DSADD-PUJA-1024x614-1.jpg)