দেশের সময়: পুজোর মুখে ফের বাড়ছে করোনা। দেশে দৈনিক সংক্রমণ ছাড়াল ১০ হাজার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৬৪৯ জন। মৃত্যু হয়েছে ৩৬ জনের। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৪ জন। সরকারিভাবে এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪৩ লক্ষ ৬৮ হাজার ১৯৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।
পাশাপাশি করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ৪৫২ জনের। সক্রিয় রোগীর সংখ্যা মোট আক্রান্তের ০.২২ শতাংশ। অন্যদিকে, সুস্থতার হার ৯৮.৫৯ শতাংশ। দৈনিক সংক্রমণের হার ৪.১৫ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার ৩.৫৯ শতাংশ। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৯৪৫ জন। পজিটিভিটি রেট ৫.৫৫ শতাংশ।
১৭ হাজার ২৪ জনকে টেস্ট করে নতুন আক্রান্তদের খোঁজ পাওয়া গিয়েছে। দেশের রাজধানীতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের। নতুন করে আক্রান্তের সংখ্যা ধরে দিল্লিতে করোনা সংক্রামিত বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯৬ হাজার ৩৫২ জন। একইসঙ্গে করোনায় দিল্লিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৪৪২ জন। গত মঙ্গলবার দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছিলেন ৯৫৯ জন। সেদিন মৃত্যু হয়েছিল ৯ জনের। পজিটিভিটি রেট ছিল ৬.১৪ শতাংশ।
চলতি সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার দিল্লিতে করোনায় আক্রান্ত হন ৬২৫ জন। মারা যায় সাতজন। সেদিন পজিটিভিটি রেট ছিল ৯.২৭ শতাংশ। এদিকে, করোনা ভাইরাসের শক্তি কমছে বলে জানিয়েছেন চীনের বেজিং ও সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
তাঁদের গবেষণায় উঠে এসেছে, এখন কোনও করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পর সেই ব্যক্তির মধ্যে দ্রুত উপসর্গ দেখা দিচ্ছে। আগে যেখানে পাঁচদিন সময় লাগছিল উপসর্গ প্রকাশ পেতে, এখন তা লাগছে গড়ে তিন দিন। দ্রুত উপসর্গ প্রকাশ পাওয়ায় আগেভাগে চিকিৎসা শুরু করা যাচ্ছে। ফলে শরীরের ভিতর করোনা ভাইরাস সংখ্যায় খুব বেশি পরিমাণে বাড়তে পারছে না।