CM Mamata Banerjee: চেন্নাইয়ে দক্ষিণী বাদ্য ‘ছেন্দা’ বাজিয়ে মন কাড়লেন মমতা

0
402

দেশের সময় ওয়েবডেস্কঃ : দুর্গাপুজো হোক বা কালী পুজো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাক বাজানোর দৃশ্য এখন সকলেরই পরিচিত। পুজো-পার্বণে সুযোগ পেলেই কখনও ঢাক, কখনও কাঁসর, এমনকি একতারাও বাজাতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে।

এবার দক্ষিণী রাজ্যে গিয়েও চেনা ভূমিকাতেই ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের রাজ্যপাল লা গণেশনের বাড়ির অনুষ্ঠানে যোগ দিতেই তামিলনাড়ুতে গিয়েছেন মমতা বন্দ্যেপাধ্যায়। এদিন সকালে অনুষ্ঠান বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী, তবে বাড়িতে ঢোকার মুখেই স্থানীয় শিল্পীরা বাজাচ্ছিলেন ঢাকের মতো বাদ্যি ‘ছেন্দা’। সেই বাদ্যি দেখেই দাঁড়িয়ে পড়লেন মুখ্যমন্ত্রী, শিল্পীদের সঙ্গেই তালে তাল মিলিয়ে ঢাকের মতোই বাজালেন দক্ষিণী বাদ্যি।

এদিন সকাল ১০টা নাগাদ লা গণেশনের চেন্নাইয়ের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী-সহ বাকি আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানাতেই বাড়ির ঠিক বাইরে আয়োজন করা হয়েছিল দক্ষিণ ভারতীয় বাজনার। কড়া নিরাপত্তা বেষ্টনীতে গাড়ি থেকে নেমেই মুখ্যমন্ত্রী এগিয়ে যান সেই বাদকদের দিকে। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে বাজনা শোনার পর, তিনি নিজেও হাত বাড়িয়ে দেন, ছেন্দার কাঠি হাতে তুলে নিয়ে বাকি বাদকদের সঙ্গে তালে তাল মিলিয়ে সেই বাজনা বাজান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর এই সৌজন্য ও আগ্রহে মুগ্ধ হয়ে যান বাজনা বাদকরাও। ‘ম্যাডামজি’ বলে সম্মোধন করে তাঁরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে পাল্লা দিয়ে বাজনা বাজান। এরপরে অবশ্য মুখ্যমন্ত্রী বাড়ির দিকে এগিয়ে যান। গেট থেকে তাঁকে স্বাগত জানান পশ্চিমবঙ্গ ও মণিপুরের রাজ্যপাল লা গণেশন।

রাজ্যপাল লা গণেশনের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেই বুধবারই চেন্নাইয়ে পৌঁছন। সে দিনই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন তিনি। ধুতি ও বাড়ি থেকে বানানো নাড়ু নিয়ে দেখা করেন স্ট্যালিনের সঙ্গে, বেশ কিছুক্ষণ আলাপ-আলোচনাও হয় তাঁদের মধ্যে। বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, “স্ট্যালিন তো আমার ভাইয়ের মতো। একটি অনুষ্ঠানে যোগ দিতে তামিলনাড়ু এসেছি, কিন্তু স্ট্যালিনের সঙ্গে না দেখা করে পারিনি।”

উল্লেখ্য, সকলের নজর ছিল মমতার চেন্নাই সফর নিয়ে। সফরে তাঁর কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে গত কয়েকদিন ধরে। চেন্নাই গিয়েই তিনি ইতিমধ্যেই সাক্ষাৎ করেছেন, এম কে স্ট্যালিনের সঙ্গে। এই বৈঠক নিয়ে সুর চড়িয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। যদিও বাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সাক্ষাৎ, নেহাতই সৌজন্য সাক্ষাৎ। 

Previous articleGujarat Assembly Election: গুজরাতে দু’দফায় ভোট,ফল ৮-এ, ঘোষণা নির্বাচন কমিশনের
Next articleImran Khan: ‘ইমরানকে মারতে চেয়েছিলাম, কারণ…’! নিজেই জানাল আততায়ী! দেখুন সেই ভাইরাল ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here