দেশের সময় ওয়েবডেস্কঃ ১৩৩ জন যাত্রী নিয়ে চিনে ভেঙে পড়ল বোয়িং ৭৩৭ বিমান ৷ গুয়াংজি রিজিওনে উঝৌ শহরে এই বিমানটি ভেঙে পড়েছে বলে জানিয়েছে চিনের সরকারি সংবাদমাধ্যম। হতাহতের সংখ্যা কত সে ব্যাপারে সোমবার দুপুর দুটো পর্যন্ত কিছু জানা যায়নি।
#BREAKING: An incident has happened to a passenger plane of China Eastern airlines with 133 people aboard in China’s Guangxi on Monday. Rescue work is underway. The casualties are unknown. pic.twitter.com/PCcstWADDl
— zx liu (@Liuzxjack) March 21, 2022
একটি ফুটেজ সামনে এসেছে এই বিমান দুর্ঘটনার। তাতে দেখা যাচ্ছে একটি পাহাড় ঘেড়া জঙ্গলের মধ্যে বিমানটি ভেঙে পড়েছে। দাউদাউ আগুন জ্বলছে। গোটা এলাকা ঢেকে গিয়েছে ঘন ধোঁয়ায়। উদ্ধার কাজ শুরু হয়েছে বলে কজানিয়েছে চিনের সংবাদমাধ্যম।
যে ভাবে বিমানটি ভেঙে পড়েছে এবং আগুন জ্বলতে দেখা গিয়েছে তাতে যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। গত অক্টোবরে উত্তর চিনের পাংঝু শহরে বোয়িং ৭৩৭ বিমান ভেঙে পড়েছিল। তবে তাতে এত যাত্রী ছিলেন না। জানা গিয়েছে বিমানটি চায়না ইস্টার্ন প্যাসেঞ্জারের। কুনমিং থেকে গুয়াংঝাউ যাচ্ছিল সেটি।