Chhath Puja 2024: ছট পুজোয় মাতল বনগাঁ : দেখুন ভিডিও

0
119
অর্পিতা বনিক , দেশের সময়

ছটপুজোর উদ্বোধনে গিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা বন্দর এলাকায় তিনি ছটপুজোর উদ্বোধন করেন। ভার্চুয়াল মাধ্যমে হাওড়া এবং হুগলির কয়েকটি জায়গাতেও উৎসবের সূচনা করেছেন। দেখুন ভিডিও

বৃহস্পতিবার সন্ধ্যায় সূর্যাস্তের পর ছটপুজোর শুরু। ছট উপলক্ষে নিজের লেখা গানটি সকালেই প্রকাশ করেন মমতা। হিন্দি ভাষার সেই গানে ছট মায়ের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে। পশ্চিমবঙ্গের ধর্মীয় সম্প্রীতির ছবিও ওই গানে ধরা পড়েছে।

দুর্গাপুজো, কালীপুজো পেরিয়ে আজ ও কাল ছটপুজো।

কলকাতার পাশাপাশি বনগাঁয় ইছামতি নদীর পাড়ে থানার ঘাটেও প্রতি বছরের মতো এবারও ছট পুজোর আয়োজন হয়েছে পুরসভার সাফাই কর্মীদের উদ্যোগে ৷ ছটপুজো উপলক্ষেআজ সূর্যদেবের উপাসনায় গঙ্গা সহ বিভিন্ন নদীর ঘাটগুলিতে সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।  উত্তর ২৪ পরগনার বনগাঁয় ইছামতীর তীরে থানার ঘাটেও পুণ্যার্থীরা সূর্য বন্দনায় সামিল হয়েছেন । চলছে পূজাপাঠ ।

পুজোর উদ্যোগক্তা কার্তিক বাসু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কথা মাথায় রেখে এবছর দুদিন ছুটি ঘোষণা করেছেন আমরা খুবই খুশি ৷ বনগাঁ পুরসভার পক্ষ থেকে পুজো উপলক্ষ্যে মাহিলাদের নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে এবং পুজোর জন্য প্রায়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে ৷ পুর প্রধান গোপাল শেঠ সহ সমস্ত কাউন্সিলর এবং পুরসভার কর্মীরা একত্রিত ভাবে আমাদের পুজোয় অংশগ্রহণ করে আমাদের পাশে দাঁড়িয়েছেন ৷ এতে আমরা আনন্দিত ৷ বনগাঁবাসীকে আমাদের পুজো কমিটির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ৷

মূলত ছট বা ছঠ , ষষ্ঠী নামের অপভ্রংশ। মূলত সূর্যষষ্ঠী ব্রত হওয়ায় জন্য একে ছট বলা হয়। কিছু পৌরাণিক আখ্যানে ছট পুজোর রীতি নিয়মের সঙ্গে মিল থাকা উৎসবের নিদর্শন দেখা যায়। ঋকবেদের শ্লোকে সূর্য বন্দনার স্পষ্ট নিদর্শন রয়েছে। ভারতীয় সভ্যতার সঙ্গে গ্রীক, রোমান, মিশরীয় সভ্যতাতেও সূর্যই প্রধান দেবতা ছিলেন।

Previous articleBangladesh News ট্রাম্পের প্রত্যাবর্তনে বাংলাদেশের রাজনীতিতে কি ফের বদলের ইঙ্গিত?
Next articleAbhisek Banerjee তৃণমূলে রদবদলের ঘোষণা অভিষেকের, প্রস্তাব গেল মমতার কাছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here