দেশের সময় ওয়েবডেস্কঃ ঠিক ৪০ দিনের দীর্ঘ যাত্রা শেষে বুধবার চাঁদে নামল চন্দ্রযান-৩। অবতরণ করল চাঁদের কঠিনতম অংশে। যে অংশে আমেরিকার মতো দেশের মহাকাশ গবেষকেরা চন্দ্রযান নামানোর ঝুঁকি নেননি। চেষ্টা করেও ব্যর্থ হয়েছে রাশিয়া। খোদ ভারতই বিফল হয়েছে চার বছর আগে। তবু হাল ছাড়েনি ইসরো। চাঁদের আঁধারে ঘেরা ‘কুমেরু’তেই দ্বিতীয় বারের চেষ্টায় লক্ষ্যভেদ করেছে।
লুনা-২৫ এর ব্যর্থতার পর উদ্বেগ বেড়ে গিয়েছিল অনেকটাই। সবার মনেই ছিল উৎকণ্ঠা। অবশেষে ইসরোর বেঁধে দেওয়া টাইম মেনেই বুধবার সন্ধ্য়া ৬টা বেজে ৪ মিনিটে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে চন্দ্রযান-৩ । উৎসবের মেজাজ গোটাজুড়ে। বর্তমানে ব্রিকস সামিটে অংশগ্রহণ করতে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সেখান থেকেই ১৪০ কোটি ভারতবাসীর জন্য পাঠালেন শুভেচ্ছাবার্তা।
এদিন ভিডিয়ো কনফারেন্সে মোদী বলেন, “চেতনা হয়ে থেকে যায়। এই মুহূর্ত অবিস্মরণীয়, অভূতপূর্ব। এটাই নতুন ভারত। মুশকিলের মহাসাগর পার করে কীভাবে শেষ পর্যন্ত জয় আসে তা আজ দেখা গেল। আমরা পৃথিবীতে সংকল্প নিয়েছিলাম, সেটা চাঁদে পূর্ণ করেছি। আজ আমরা মহকাশে নতুন ভারতের নতুন উড়ানের সাক্ষী হলাম। আমি এই সময় ব্রিকস সামিটে অংশগ্রহণ করতে দক্ষিণ আফ্রিকায় আছি।
কিন্তু, আমাদের সমস্ত দেশবাসীর মতো আমার মনও চন্দ্রযানের মহা অভিযানেই পড়ে ছিল। নতুন ইতিহাস তৈরি হতেই ভারতে উৎসব শুরু হয়ে গিয়েছে। সব ঘরে আনন্দ-উদযাপন শুরু হয়ে গিয়েছে। আমিও আমার দেশবাসীর সঙ্গে, আমার পরিবারের সঙ্গে এই আনন্দ-উল্লাসে মেতে উঠেছি।”
এরপরই ধন্যবাদ জানান বিজ্ঞানীদের। বলেন, “আমি টিম চন্দ্রযান, ইসরো, দেশের সমস্ত বিজ্ঞানীকে মন থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ওঁরা এই মুহূর্তের জন্য বছরের পর বছর অনেক পরিশ্রম করেছেন। ১৪০ কোটি ভারতীয়কেও আমি আমার তরফ থেকে কোটি কোটি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বিজ্ঞানীদের পরিশ্রম আর প্রতিভার কারণে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছে। যেখানে আজ পর্যন্ত পৃথিবীর কোনও দেশ পৌঁছাতে পারেনি।”