“ছয়ঘরিয়ায় তৃণমূলের বিজয়ের শুভেচ্ছা” দেশের সময়ঃ

0
533

‘ছয়ঘরিয়ায় বিজয়ের শুভেচ্ছা” দেশের সময়ঃ বনগাঁর পেট্রাপোল সীমান্ত সংলগ্ন ছয়ঘরিয়া পঞ্চায়েতে জনগনের রায়ে নিশ্চিহ্ন হয়ে গেছে সমস্ত বিরোধী দল৷ অর্থাৎ বিরোধী শূন্য পঞ্চায়েত৷ রবিবার সকালে এই জয়কে তৃণমূল কংগ্রেস নতুন আঙ্গিক ও লোক সংস্কৃতিক মেল বন্ধনে,”বিজয় শুভেচ্ছা” -এর মাধ্যমে পালন করল৷এদিন পেট্রাপোল বর্ডার থেকে রাখালদাস উচ্চ বিদ্যালয় পর্যন্ত৫ কিঃমিঃ পথে প্রায় ৩ হাজার মানুষের উপস্থিতিতে এলাকার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন,নবনির্মিত সদস্য-সদস্যারা।এই পদযাত্রার মূল আকর্ষন ছিল.পুরুলিয়ার ছোঁউ নৃত্য, এক ঝাঁক মহিলা ঢাকি,বাউল গানও নরহরিপুর গ্রাম সভার ১৩০জন মহিলার পড়নে নীল সাদা শাড়ী , এক কথায় বাংলার লোকায়ত ভাবনাকে তুলে ধরতে সক্ষম হয়েছে৷নব নির্বাচিত সদস্য পরিতোষ বিশ্বাস বলেন এই বিজয় শুভেচ্ছার বৈশিষ্ট শব্দ বাজী ও নেশা বর্জিত , কেবল মাত্র কপালে অবির এবং মানুষের মনের স্বত:স্ফূর্ততার প্রকাশ,যা বিজয় মিছিলের ক্ষেত্রে নতুন উদাহরণ।এই জয় আমি আমার রাজনৈতিক গুরু শঙ্কর আঢ্যকে উৎসর্গ করলাম৷পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী যুব তৃনমূল নেতা প্রসেনজীৎ ঘোষ বলেন বিরোধী শূন্য পঞ্চায়েত গড়ার সুযোগ করে দিয়েছেন এলাকার মানুষ। তাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে আমাদের এই আয়োজন৷ কারণ, মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের প্রতীক জোড়া ফুলে ভরসা রেখেছেন, এই জয় ছয়ঘরিয়া সহ মা মাটি মানুষের জয়৷-দেশের সময়:

Previous articleTrial run of first container train between India and Bangladesh
Next articleVisva Bharati to reach out to over 100 villages and help them evolve: Modi- Picture by-Partha Sarathi Nandi/ Desher Samay,Shantiniketan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here