Central Force ১৫০ কোম্পানির পর ১ এপ্রিল আরও কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়

0
125

দেশের সময় কলকাতা: লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই এবারে বাংলায় এসেছে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জেলায় রুট মার্চও শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন সূত্রের খবর, ১ এপ্রিল রাজ্যে আসছে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

বাংলায় প্রথম দফার তিনটি আসনের নির্বাচনের জন্য ২২৫ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হতে পারে। সূত্রের খবর, এমনই পরিকল্পনা করেছে জাতীয় নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকবেন তিনজন বিশেষ পর্যবেক্ষকও।

লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। বাংলায় প্রথম দফায় কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোট হবে। 

প্রসঙ্গত, চলতি নির্বাচনের জন্য বেনজিরভাবে বাংলায় সর্বোচ্চ ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এত আধাসেনা দেশের আর কোনও রাজ্যে মোতায়েন হচ্ছে না।

জম্মু ও কাশ্মীরের জন্য ৬৩৫ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে। যা বাংলার থেকে অনেক কম। মাওবাদী সমস্যা কবলিত ছত্তীসগড়ের জন্য চাওয়া হয়েছে ৩৬০ কোম্পানি। দেশের মধ্যে সবচেয়ে বেশি লোকসভা আসন রয়েছে উত্তরপ্রদেশে। সেখানে লোকসভার আসন সংখ্যা ৮০। অর্থাৎ বাংলার প্রায় দ্বিগুণ। অথচ সেই উত্তরপ্রদেশের জন্য মাত্র ২৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন।

বাহিনী আসার খবরকে স্বাগত জানিয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “পর্যাপ্তবাহিনী ছাড়া বাংলায় নিরপেক্ষ ভোট সম্ভব নয়, একথাটা আমরা প্রথম থেকেই বলে আসছি।”

পাল্টা হিসেবে তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, “৯২০ কেন, ৯ হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনলেও লাভ হবে না। বাংলা তৃণমূলের সঙ্গে আছে, ছিল এবং আগামী দিনেও থাকবে।”

Previous articleBangaon Minorities Express Significant Concerns Regarding the CAA
Next articleBJP Candidate List : সন্দেশখালিতে রেখা ,বারাসতে স্বপন মজুমদারকে প্রার্থী করে মাস্টারস্ট্রোক বিজেপি-র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here