
নিজের জন্য সঠিক কেরিয়ার বেছে নেওয়ার জন্য অন্যতম প্রয়োজনীয় বিষয় কেরিয়ার কাউন্সেলিং (Career Counseling)। স্কুল, কলেজ এবং তারপর বিশ্ববিদ্যালয়। এই এক একটি প্রতিষ্ঠান থেকে আরেকটি প্রতিষ্ঠানে পা রাখার সন্ধিক্ষণগুলি কেরিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখুন ভিডিও
জীবনে কোন পথে এগোতে চাইছেন তা বিবেচনা করেই এই প্রতিষ্ঠান বেছে নিতে হয়। তবে এরকম অনেকেই রয়েছেন যাঁরা নিজেরাই জানেন না কোন পথে এগোতে হবে। বা কোন পথে এগোলে সাফল্য আসবে তাড়াতাড়ি। হয়ত স্বপ্ন রয়েছে অনেক। কিন্তু তা বাস্তবায়নের দিশা খুঁজে পাচ্ছেন না। তাঁদের জন্য কেরিয়ার কাউন্সেলিং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।
উচ্চমাধ্যমিকের পর কোন পথে এগোবে ছাত্রছাত্রীরা! কিভাবে এগোলে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ মিলবে কেরিয়ারে, রাজ্যে বর্তমান পরিস্থিতিতে বেকারত্বের সংখ্যা যেখানে দিন দিন বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে সীমান্ত শহর বনগাঁর তরুণ -তরুণীদের সেই রাস্তা বাতলে দিতেই শনিবার বনগাঁ পাবলিক লাইব্রেরি টাউনহলে কাউন্সেলিং প্রোগ্রামের আয়োজন করা হয় বাম ছাত্র সংগঠন এসএফআই -এর তরফে ।

এদিন কেরিয়ার কাউন্সিলিংয়ের অনুষ্ঠানে শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত হয়ে নিজেদের ভবিষ্যতের লক্ষ্যে নানা প্রশ্ন উত্তর এর মধ্যে দিয়ে আলোর দিশা দেখলেন।
কি বিষয়ে পড়লে কি চাকরি মিলতে পারে, কিভাবে নিজেকে তৈরি করলে সরকারি থেকে বেসরকারি এমনকি ব্যবসায়িক দিকেও লাভবান হওয়া যাবে আগামী দিনে সে বিষয়ক পাঠ নিলেন ছাত্র ছাত্রীরা। বিগত পাঁচ বছর ধরে এধরনের কর্মসূচি নিয়ে আসছেন সীমান্ত শহরের বাম ছাত্র সংগঠনের সদস্যরা। সফল ছাত্র-ছাত্রী থেকে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ও কলেজ শিক্ষকদের নিয়ে এসে এই বিশেষ কাউন্সেলিং এর ব্যবস্থা করা হয়।

ছাত্র-ছাত্রীদের মান উন্নয়নসহ কেরিয়ারের সঠিক দিশা দেখাতেই এসএফআইয়ের এই উদ্যোগে খুশি ছাত্র-ছাত্রীরাও।
গত কয়েকদিন আগে রাজ্যে শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল হওয়ায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা বেকার হয়েছেন। সরকারি চাকরির ক্ষেত্রে নানা দুর্নীতি বেনিয়মের অভিযোগে, মানসিকভাবে চাকরিপ্রার্থীদের ভেঙে পড়ারও একটি প্রবণতা দেখা যাচ্ছে সমাজে।

মানসিক শক্তি বৃদ্ধির পাশাপাশি আগামী দিনে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের সঠিক কেরিয়ারের পথ দেখাবে এই কাউন্সিলিং বলেই মনে করছেন বাম ছাত্র সংগঠনের সদস্যরা।

চিরন্তন কর্মকার এসএফআই বনগাঁ লোকাল কমিটির সদস্য জানান, বাম আমলে ২০১১ সালের আগে প্রতি বছর দুর্গাপুজোর মতন এসএসসি নিয়োগ হত। কিন্তু ২০১৬ সালের শিক্ষক নিয়োগে যে দুর্নীতি সামনে এসেছে তাতে ৯ হাজার মতো দুর্নীতি হলেও, প্রায় ১৬ হাজার যোগ্য প্রার্থীর যে চাকরি হয়েছিল, তাদের চাকরি ও বাতিল হল এর জন্য। দুর্নীতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের বাছাই করে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক অবিলম্বে বলেই তার দাবি। আর যে সরকার এই ব্যর্থতার জন্য দায়ী সেই সরকারকে রিজেক্ট করার কথাও সাধারণ মানুষকে বলা হচ্ছে বলে জানান তিনি। ব্যালট বাক্সে তার জবাব দেওয়া হবে।

বিশেষত এই সময় দাঁড়িয়ে কেরিয়ারে যে সংকট দেখা দিয়েছে, বেকারত্বের পরিমাণ বেড়েছে। তাই কেরিয়ার বিষয়ক ধ্যান ধারণা ছাত্র-ছাত্রীদের দিতেই এই কাউন্সেলিং এর আয়োজন। সীমান্ত শহর বনগাঁর ছাত্র-ছাত্রীরা এই কাউন্সিলিং এর মাধ্যমে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য বিশেষ উপকৃত হবেন বলে মনে করছেন উদ্যোগক্তারা ।