Calcutta Journalists Club ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রাক্তন  ফুটবলার শান্তি মল্লিক : দেখুন ভিডিও

0
28
সঙ্গীতা চৌধুরী , দেশের সময়

কলকাতা : ৫ জানুয়ারি রবিবার ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের (Calcutta Journalists Club) বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাক্তন ফুটবলার শান্তি মল্লিক। তিনি প্রথম ভারতীয় মহিলা ফুটবলার যিনি অর্জুন পুরস্কার পেয়েছেন।এছাড়া অতিথির তালিকায় ছিলেন প্রাক্তন কবাডি খেলোয়াড় অভিজিৎ পালিত, অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন কবাডি খেলোয়াড় রমা সরকার এবং অ্যামেচার ইন্ডিয়া কবাডি অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি স্বপন (বাবুন) ব্যানার্জী। অনুষ্ঠানটি আয়োজিত হয় কলকাতার ‘অ্যামেচার কবাডি ফেডারেশন অব ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিট’ – এর মাঠে।

এদিন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ক্লাব সদস্য এবং তাঁদের পরিবারের প্রিয়জনেরা উপস্থিত ছিলেন। খুদে থেকে শুরু করে বিভিন্ন বয়সীদের জন্য নানারকম প্রতিযোগিতার আয়োজন ছিল। যেমন- দৌড়, চামচ- গুলি, ব্যালেন্স রেস ইত্যাদি। প্রায় তেরোটি প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছিল। অংশগ্রহণকারীর সংখ্যা ছিল শতাধিক। প্রতিযোগিতার শেষে অতিথিরা এবং ক্লাবের সভাপতি প্রান্তিক সেন, সম্পাদক ইমন কল্যাণ সেন, কর্মসমিতির বর্ষীয়াণ সদস্য শম্ভু সেন, ট্রেজারার সাধনা দাস বোস বিজয়ীদের পুরস্কার প্রদান করেন। দেখুন ভিডিও

প্রতিযোগিতার পাশাপাশি ভূরিভোজের ব্যবস্থাও ছিল। ক্লাব সদস্য ও তাঁদের পরিবারের সদস্য মিলিয়ে প্রায় ৩০০ জন সেখানে উপস্থিত ছিলেন। সকাল থেকে শুরু করে গোটা দিন শীতের মিষ্টি পরশ মেখে এক পারিবারিক আবহে সকলে আনন্দে মেতে ওঠেন। অনুষ্ঠানটি একটি মিলন উৎসবের রূপ নেয়। বহুবছর ধরে এই মিলন উৎসব পালিত হয়ে আসছে।

Previous articleWeather Report of Bengal শীতের লুকোচুরি সোমে উর্ধ্বমুখী তাপমাত্রা, পৌষ সংক্রান্তিতে শীতের প্রত্যাবর্তন?
Next articleGangasagar Mela 2024 গঙ্গাসাগরে গিয়ে ভারত সেবাশ্রমের প্রশংসা করেও কাকে বিঁধলেন মমতা?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here