Calcutta High Court Bans Entry in Kali Puja Pandals: মাস্ক পরলে বা কোভিডের দু’টি টিকা নেওয়া থাকলেও কালীপুজোর মণ্ডপে নো এন্ট্রি, নির্দেশ হাই কোর্টের

0
524

দেশের সময় ওযেবডেস্কঃ করোনার টিকার দু’টি ডোজ নেওয়া থাকলেও কালী পুজোয় মণ্ডপে অবাধে প্রবেশের অনুমতি মিলবে না ৷ এ দিন এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ শুধু কালীপুজো নয়, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজোর জন্যও একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷

প্রসঙ্গত দুর্গাপুজোর সময় শর্তসাপেক্ষে মণ্ডপে প্রবেশের অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ বলা হয়েছিল, করোনার ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া থাকলে তবেই মণ্ডপে প্রবেশ করা যাবে৷

এর আগে দুর্গাপুজোর সময় হাই কোর্টের নির্দেশ ছিল, যাঁরা কোভিডের দু’টি টিকা নিয়েছেন, তাঁরাই যেন মণ্ডপে ঢুকতে পারেন। পুজো কমিটিগুলিকে সেই অনুযায়ী পদক্ষেপও করতে বলা হয়েছিল।

কালী পুজোয় ভিড় নিয়ন্ত্রণ করার জন্য হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়৷ সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই রায় দিয়েছে বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ৷ ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, কালীপুজো এবং জগদ্ধাত্রী পুজোয় ভিড় আটকাতে সবরকম জরুরি ব্যবস্থা করতে হবে৷ তাই শারীরিক দূরত্ব বজায় থাকে, তা নিশ্চিত করে নির্দিষ্ট সংখ্যক দর্শনার্থীই মণ্ডপে প্রবেশ করতে পারবেন৷

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে বিচারপতি মান্থা বলেন, ‘‘শবরিমালা, জলিকাট্টু, দুর্গাপুজোর মতো উৎসবে মানুষকে আটকানো মুশকিল। দুর্গাপুজোয় স্বভূমির ‘বুর্জ খলিফা’ প্যান্ডেলের কারণে আমার অন্তত তিন জন সহকর্মীর গাড়ি দু’-তিন ঘণ্টার জন্য আটকে পড়েছিল। বেশ কয়েক বছর আগে দেশপ্রিয় পার্কেও এই ঘটনা ঘটেছিল।’’


বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ বহাল রেখে এ দিন হাই কোর্টের নির্দেশ, প্যান্ডেল কত বড়, তা মাথায় রেখেই নির্দিষ্ট সংখ্যক দর্শনার্থীকে প্রবেশের অনুমতি দিতে হবে।

Previous articleহাইকোর্টে বহাল সুপ্রিম কোর্টের নির্দেশ, কালীপুজোর রাতে দু’ঘণ্টা বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট
Next articleআকাশের ঠিকানায় চিঠি লিখো…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here