Calcutta High Court: সম্পত্তি মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ প্রত্যাহারের আবেদন, হাইকোর্টের দুয়ারে জ্যোতিপ্রিয়,ফিরহাদ,অরূপ

0
966

দেশের সময় ওয়েবডেস্কঃ ১৯ জন নেতার সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার সেই নির্দেশ প্রত্যাহারের আবেদন জানালেন তৃণমূল নেতারা। সেই রায়কে পুনর্বিবেচনার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের তিন মন্ত্রী । ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক ও অরূপ রায়।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে জেলে। সেই পরিবেশেই গত সোমবার আয়ের অতিরিক্ত সম্পত্তি মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই নির্দেশকেই পুনর্বিবেচনার আর্জি জানালেন ফিরহাদ হাকিমরা।

উল্লেখ্য, বাংলার শাসক দলের নেতা মন্ত্রীদের সম্পত্তি কীভাবে ও কী হারে বেড়েছে সেই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেই মামলাতেই আদালত জানিয়েছিল, আগামী ১২ সেপ্টম্বরের মধ্যে ইডিকে পার্টি করতে হবে।

শুক্রবার রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক ও অরূপ রায় আদালতের দ্বারস্থ হন। তাঁদের আর্জি, গত ৮ অগস্ট হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনা করে দেখা হোক।

কলকাতা হাইকোর্টে বিপ্লব চৌধুরী নামে এক ব্যক্তির দায়ের করা সম্পত্তি বৃদ্ধি মামলায় বাংলার শাসক দলের ১৯ জন নেতা মন্ত্রীর নাম জড়িয়েছিল। তাঁরা হলেন, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, মলয় ঘটক, জাভেদ আহমেদ খান এবং অরূপ রায়। এ ছাড়াও রয়েছে অর্জুন সিং, সব্যাসাচী দত্ত, শিউলি সাহা, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, গৌতম দেব, ইকবাল আহমেদ ও স্বর্ণকমল সাহার নাম। ওই তালিকায় প্রয়াত দুই তৃণমূল মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডের নামও রয়েছে। সেই সঙ্গে রয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম। তা ছাড়া প্রাক্তন দুই মন্ত্রী অমিত মিত্র, শোভন চট্টোপাধ্যায়, আব্দুর রেজ্জাক মোল্লার নামও তালিকায় রয়েছে।

এই সব নেতাদের সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাতেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে পার্টি করার নির্দেশ দিয়েছিল। এবার হাইকোর্টের সেই নির্দেশকে প্রত্যাহার করার আবেদন জানিয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন শাসক দলের তিন নেতা।

প্রসঙ্গত, নেতাদের সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত মামলাটি ২০১৭ সালে করা হয়েছিল। সম্প্রতি নতুন করে এই মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। সোমবার সেই মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

উল্লেখ্য, সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি বাড়ি থেকে কোটি কোটি অঙ্কের টাকার পাহাড় উদ্ধার হয়েছে। এই অর্পিতা মুখোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমন এক পরিস্থিতিতে রাজনৈতিক নেতাদের সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট থেকে ইডিকে যুক্ত করার নির্দেশ স্বাভাবিকভাবেই বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Previous articleGandhi Smarak Sangrahalaya: স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যারাকপুরের স্মারক সংগ্রহালয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন
Next articleRaksha Bandhan: শহিদ জওয়ানের মূর্তির হাতে রাখি পরালেন বোন,নেট দুনিয়ায় ভাইরাল সেই ছবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here