Calcutta High Court: মতুয়া মহাসঙ্ঘের দায়িত্ব কার? মামলায় হাইকোর্টে স্বস্তি শান্তনু ঠাকুরের

0
151

দেশের সময় কলকাতা  মতুয়া মহাসঙ্ঘের দায়িত্বে আসলে কে থাকবে? তা নিয়েই মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলায় আপাতত স্বস্তি পেলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মতুয়া মহাসঙ্ঘ নিয়ে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। সেই মামলাতেই পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছে আদালত।

গাইঘাটার ঠাকুরনগরে রয়েছে ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ’ নামে দুটি সংগঠন। একটির সঙ্ঘাধিপতি মমতাবালা, আর অন্যটির শান্তনু। মমতাবালার দাবি করেছেন, শান্তনু ঠাকুরের সংগঠনটি আসল নয়। আসল মহাসঙ্ঘ রয়েছে তাঁরই দায়িত্বে তিনিই। সম্প্রতি তিনি দাবি করেছেন, মহাসঙ্ঘের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন শান্তনু ঠাকুর। এই অভিযোগই দায়ের করেছেন তিনি। তাঁর দাবি, প্রায় ১ কোটি ৪৫ হাজার টাকা অবৈধ ভাবে জমা করা হয়েছে। মমতাবালা চান, পুলিশ ওই টাকার সূত্র খুঁজে বের করুক। এরপরই আদালতের দ্বারস্থ হন শান্তনু ঠাকুর।

বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চে ছিল মামলার শুনানি। বিচারপতি নির্দেশ দিয়েছেন, ইনকাম ট্যাক্সকে মামলায় যুক্ত করতে হবে। তবে আদালত মনে করছে প্যান কার্ডের অপব্যবহার করা হয়েছে। তাই সেই ক্ষেত্রে পুলিশ তদন্ত করবে বলে জানিয়েছেন বিচারপতি। আগামী ১ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

Previous articleBJP in Lok Sabha Polls: শনিবার দিল্লিতে তলব শুভেন্দু- সুকান্তকে ,রয়েছে বড় চমক: সূত্র
Next articleChandranath Sinha ED Raid মন্ত্রী চন্দ্রনাথের বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধার !বাজেয়াপ্ত মোবাইল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here