By-Election Bagdah‘আমরাই জিতছি’, বলছেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী ,বৃহস্পতিবার তিন দলের মনোনয়ন জমা পড়তেই সরগরম বাগদা: দেখুন ভিডিও

0
190
অর্পিতা বনিক

দেশের সময়, বনগাঁ : আগামী ১০ই জুলাই বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। শেষ বেলার প্রস্তুতিতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দলই। এদিকে শুরুতেই এই ভোটে বাম-কংগ্রেস জোট নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। কিন্তু, সেই জোটের রসায়ন এখন বিশ বাঁও জলে। ফরওয়ার্ড ব্লক প্রার্থী হিসাবে গৌড় বিশ্বাসের নাম ঘোষণা করা হয়েছিল বামেদের পক্ষ থেকে। অন্যদিকে কংগ্রেসও আলাদা প্রার্থীর নাম ঘোষণা করেছে। দেখুন ভিডিও

বাগদা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হিসেবে লড়াই করার জন্য বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস এবং বিজেপি প্রার্থীরা। বুধবারই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ করেছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। 

লোকসভা নির্বাচনে বাম এবং কংগ্রেসের মধ্যে জোট হলেও বাগদা বিধানসভার এই উপনির্বাচনে এখনও পর্যন্ত জোটের দানা বাধে নি। আর তাই এই কেন্দ্রে বামেদের পক্ষে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে এদিন মনোনয়নপত্র জমা দিলেন গৌড় বিশ্বাস ।

মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গৌড় বিশ্বাস বলেন, ‘‌কংগ্রেসের সঙ্গে জোট চেয়েছিলাম। কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে আগ্রহের এবং সহযোগিতার অভাব ছিল। তাই জোট হয় নি। ভোটারদের কাছে আমাদের বক্তব্য থাকবে, স্বচ্ছ নিয়োগ এবং কৃষকের স্বার্থে বাম প্রার্থীকে ভোট দিন।’

অন্যদিকে, মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই সাংবাদিকদের মুখোমুখি হন কংগ্রেস প্রার্থী অশোক হালদার। তিনি বলেন, ‘জোটের বিষয় নিয়ে ২১ জুন আবারও আলোচনা রয়েছে। আমি বাগদার ভূমিপুত্র। এখানে আমার কোনও প্রতিপক্ষ নেই। কারণ, এখানে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। আর তৃণমূলের প্রার্থী বহিরাগত। তাই আমার জয় ১০০ শতাংশ নিশ্চিত।’
এদিন বিশাল মিছিল সহযোগে মনোনয়নপত্র জমা দিতে যান বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাস। সঙ্গে উপস্থিত ছিলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর, জেলা সভাপতি দেবদাস মন্ডল সহ অন্যান্যরা।‌

বিনয় বিশ্বাস আশা প্রকাশ করে বলেন, লোকসভা ভোটে বাগদা কেন্দ্রে বিজেপি যে ভোট পেয়েছে, উপনির্বাচনে তিনি তার থেকে বেশি ভোট পাবেন এবং জয়ী হবেন। তাঁর প্রধান প্রতিপক্ষ তৃণমূল। এখানে বিজেপির বিক্ষুব্ধ নির্দল প্রার্থী কোনও ফ্যাক্টর হবেন না বলে মনে করেন তিনি।

‘বাগদা আসন আমরা জিতেই বসে আছি’, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মধুপর্ণাও

Previous articleArvind Kejriwal Bail Granted: আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল
Next articlePM Narendra Modi:  ‘বিশ্বনেতারা আমার থেকে যোগাসন সম্পর্কে জানতে চান’,  যোগাকে উপার্জনের পথ বানানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here