By- election Bagdah বাগদায় বিজেপি প্রার্থী স্বঘোষিত ‘ভূমিপুত্র’ দাবি করতেই মধুপর্ণা ঠাকুর বললেন বিনয়ের কথায় সত্যতা নেই

0
167

দেশের সময় ,বাগদা : একদিকে ঠাকুরবাড়ির কন্যা, অন্যদিকে ‘স্বঘোষিত’ ভূমিপুত্র! বাগদা বিধানসভার উপনির্বাচনের লড়াই রীতিমতো জমজমাট। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্না ঠাকুরকে এবার বাগদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী করেছে তৃণমূল।

অন্যদিকে, সংশ্লিষ্ট কেন্দ্রের বিজেপি প্রার্থী করেছে বিনয় বিশ্বাসকে। বাগদা কেন্দ্রে বড় ফ্যাক্টর মতুয়া ভোট, মতামত রাজনৈতিক মহলের। ফলে খালি চোখের ‘পার্টিগণিত’ বলছে মধুপর্ণা যে ‘হেভিওয়েট প্রার্থী’ , তা অস্বীকার করার জো নেই।

একুশের বিধানসভা নির্বাচনে মতুয়া অধ্যুষিত বাগদায় বিজেপি প্রার্থী করেছিল বিশ্বজিৎ দাসকে। তিনি জয়ীও হন। পরে অবশ্য তিনি তৃণমূলে যোগদান করেন। লোকসভা নির্বাচনে তিনি তৃণমূলের টিকিটে বনগাঁ কেন্দ্রে লড়েন। কিন্তু, বিজেপি প্রার্থী তথা ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হয়েছিলেন। তিনি আর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হতে চাননি। বরং শাসক দলের হাতিয়ার ঠাকুরবাড়ির তরুণ তুর্কি মধুপর্ণা।

বিধানসভা ভোটে মধুপর্ণার বিরুদ্ধে প্রার্থী বিনয় হলেও সেখানে বিজেপির ক্ষেত্রে ফ্যাক্টর যে শান্তনু ঠাকুর, তা মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এদিকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই বিনয় সোজা গিয়েছিলেন শান্তনু ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে। বারবার তাঁর কণ্ঠে শোনা গিয়েছে তিনি ‘ভূমিপুত্র’। পরিবারের অনেকেই ‘সেই ভূমে’ বাস করে, এই দাবি করে নিজেকে ‘ঘরের ছেলে’ প্রমাণ করতে মরিয়া বিনয়? মধুপর্ণার অবশ্য দাবি, বিনয়ের কথায় সত্যতা নেই।

তিনি বলেন, ‘লড়াই করতে নেমেছি। প্রতিপক্ষ তো থাকবেই। আমার লক্ষ্য বাগদাবাসীর সেবা করা। আমি তো জানি বিনয় আকাইপুরের লোক। মানুষকে ভুল বোঝানো যাবে না।’ রাজনীতিতে আনকোরা হলেও ছোট থেকে ঠাকুরবাড়িতে বেড়ে ওঠা মধুপর্ণার। সম্প্রতি কয়েকটি রাজনৈতিক কর্মসূচিতে মা মমতাবালা ঠাকুরের সঙ্গে থেকেছেন তিনি। কাছ থেকে দেখেছেন রাজনৈতিক পরিসর, লড়াই, বাকযুদ্ধ, ভোটযুদ্ধ।

অন্যদিকে, বিনয়ের সঙ্গে সাক্ষাতের পর শান্তনু ঠাকুর বলেন, ‘দল যাঁকে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁর হয়ে ময়দানে নামব এবং জেতানোর চেষ্টা করব। সকলেই আমার কার্যকর্তা। সকলের প্রত্যাশা থাকে টিকিট পাওয়ার। দল যাঁকে ভালো বুঝেছে তাঁকে টিকিট দিয়েছে।’ মধুপর্ণা সম্পর্কে তাঁর বোন। সেক্ষেত্রে বোনের সঙ্গে দলীয় প্রার্থীর লড়াই, রাজনীতির ময়দানে এই লড়াইয়ে তাঁর ভূমিকা কী হবে?

এই প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, ‘লড়াইটা তৃণমূল বনাম বিজেপি। ব্যক্তিগত কোনও কিছুই গ্রাহ্য নয়।’ বিনয় বলেন, ‘বাগদা আমার খুব পছন্দের জায়গা। আমার পুরনো বাড়ি নাটাবাড়ি। সেখানে পরিবারের অনেকে রয়েছেন। আমি বাগদার ভূমিপুত্র। বাইরের নই।’

Previous articleIndia book of records অনর্গল বলতে পারে পশু-পাখি, ফলের নাম, বনগাঁর বাlছোট্ট হিতৈষীর নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে :
Next articleWeather Update: আজ থেকেই ‘ট্রেলার’ শুরু !ছাতা, রেনকোট নিয়ে তৈরি হোন , প্রাক বর্ষার বৃষ্টির সঙ্গে ৫০ কিমি বেগে ঝোড়ো বাতাসের পূর্বাভাস দক্ষিণবঙ্গে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here