Buisness:জমানো ৫০ হাজার টাকা দিয়ে বনগাঁর সত্য বাবু শুরু করেছিলেন ব্যবসা,এখন ৭টি বড় ইলেক্ট্রনিক্স শোরুমের মালিক তিনি! দেখুন ভিডিও

0
4348

দেশের বাজার, (Desher Bazar)জমানো ৫০ হাজার টাকা দিয়ে শুরু করেছিলেন ব্যবসা, আজ বনগাঁর সবথেকে বড় ইলেক্ট্রনিক্স শোরুমের মালিক তিনি ৷ রয়েছে আরও ৭টি শাখা শো’রুম-ও

আজ বনগাঁর অন্যতম এক সফল ব্যবসায়ীক প্রতিষ্ঠানের নাম বলতে গেলে প্রায় সকলের মুখে শোনা যায় আরতি ইলেক্ট্রনিক্স ৷ এই মুহূর্তে এটি বনগাঁর সবথেকে বড় ইলেক্ট্রনিক্সের শোরুম বলা যেতে পারে৷ ১৯৯৭ সালে এই প্রতিষ্ঠানের যাত্রা পথ শুরু হয়৷ যার প্রতিষ্ঠাতা সত্য মজুমদার। দেখুন ভিডিও:

১৯৯৭ সালে পথচলা শুরু প্রায় ২৫ বছর আগে থেকেই এই প্রতিষ্ঠানের আরও নতুন শাখা তৈরির দিকে ঝুঁকে পড়েন তিনি। জমানো ৫০, হাজার টাকা দিয়ে শুরু হয় প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন।

বনগাঁ কোর্ট রোড, বিচালী হাটা থেকে শুরু করে যশোর রোড ধরে চাঁদ পাড়া, হাবড়া, দওপুকুর ৷ আবার নগরউখড়া থেকে হ্যালেঞ্চা ও নদীয়ার বগুলা মিলিয়ে এখন ৭ টি শোরুম রয়েছে আরতি ইলেক্ট্রনিক্সের ৷

আর এই আরতি ইলেক্ট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেডের কর্ণধার সত্য মজুমদার দেশের সময় -এর ক্যামেরার সামনে জানালেন তাঁদের প্রতিষ্ঠানের আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা কী?

প্রতিবেদন : অর্পিতা বণিক

Previous articleWeather Forecast:বিকেলে থেকেই মেঘলা আকাশ ! ঝড়বৃষ্টি হবে? হাওয়া অফিস কী বলছে
Next articleSuicide: পল্লবীর পর আরও এক অভিনেত্রী !‌ঝুলন্ত দেহ উদ্ধার বিদিশার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here