নতুন শতাব্দীর পালাবদলে বাংলার রাজনৈতিক ইতিহাসেরও একটা বদল হয়েছিল। জ্যোতি বসু মুখ্যমন্ত্রীত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে।
এগারো বছরের মুখ্যমন্ত্রীত্ব শেষে প্রথম কয়েকবছর বাদ দিলে অসুস্থতা তাঁকে প্রায় গৃহবন্দীই করে দিয়েছিলো। আর আজ তাঁর প্রিয় ২৮ পাম অ্যাভেনিয়ের বাড়িটিকেও পাকাপাকিভাবে বিদায় জানালেন। এর সাথেই শেষ হলো বামফ্রন্ট রাজনৈতিক ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
সাংবাদিক হিসাবে বুদ্ধবাবুর সঙ্গে বহুবার সাক্ষাৎ হয়েছে। ছবি রয়েছে অজস্র। তারই মধ্যে এই কয়েকটি যা ওনার জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট সেগুলো শেয়ার করলাম।