Buddhadeb Bhattacharjee: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নন-ইনভেসিভ ভেন্টিলেশনে,নজর রাখছে মেডিক্যাল বোর্ড

0
541

দেশের সময়: শনিবার বিকেলে সঙ্কটজনক অবস্থায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কে ভর্তি করা হয় উডল্যান্ডস হাসপাতালে। আপাতত নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে । জানা গেছে, তাঁর যাবতীয় পরীক্ষা হয়েছে। সেই রিপোর্ট আসার অপেক্ষা করা হচ্ছে। তার পরেই ভাবা হবে চিকিৎসার আগামী ধাপ।

উডল্যান্ডস হাসপাতালের ৫১৬ নম্বর কেবিনে রয়েছেন বুদ্ধদেব ৷

বুদ্ধদেবের শারীরিক অবস্থা নিয়ে বিবৃতি জারি করে উডল্যান্ডসের তরফে জানানো হয়েছে, টাইপ টু রেসপিরেটরি ফেলিওরে অর্থাৎ শ্বাসের সমস্যায় ভুগছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁকে অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া হয়েছে। তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে, কিছুটা বেড়েছে অক্সিজেনের মাত্রা। শারীরিক প্যারামিটারগুলি আপাতত স্থিতিশীল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মেডিসিনের চিকিৎসক ডক্টর কৌশিক চক্রবর্তী এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসক ডক্টর সৌতিক পাণ্ডা চিকিৎসা করছেন বুদ্ধদেববাবুর। ওই মেডিক্যাল টিমে রয়েছেন ডক্টর সুস্মিতা দেবনাথ (ক্রিটিক্যাল কেয়ার), ডক্টর সরোজ মণ্ডল (হৃদরোগ বিশেষজ্ঞ), ডক্টর অঙ্কণ বন্দ্যোপাধ্যায় (ফুসফুস বিশেষজ্ঞ), ডক্টর ধ্রুব ভট্টাচার্য, ডক্টর আশিস পাত্র, ডক্টর সোমনাথ মাইতি এবং ডক্টর সপ্তর্ষি বসু। গোটা টিমের প্রখর নজরদারির আওতায় রয়েছেন বুদ্ধবাবু।

এদিন বুদ্ধবাবুকে হাসপাতালে দেখতে আসেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য এবং সন্তান সুচেতনা ভট্টাচার্য।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্বাসকষ্টের সমস্যা নতুন নয়। গত প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে এই বর্ষীয়ান সিপিএম নেতার সিওপিডির সমস্যা রয়েছে। যে কারণে তাঁকে অক্সিজেন সাপোর্ট নিয়ে থাকতে হয়। বাড়িতে সারাক্ষণ একটি পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার থেকে তাঁর নাকে নল লাগানো থাকে। কিন্তু এবার তাঁর শ্বাসকষ্টের সমস্যা একটু বেশিই তীব্র হয়। তাঁর রক্তে অক্সিজেনের স্যাচুরেশন কমে ৭০ শতাংশে নেমে যায়।

তিন বছর আগে একবার বুদ্ধদেববাবুকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছিল এই সিওপিডির সমস্যা নিয়েই। ৬ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরের বছর, ২০২১ সালের মে মাসে ফের কোভিডে আক্রান্ত হয়েছিলেন বুদ্ধবাবু ও তাঁর স্ত্রী। প্রথম দিকে তাঁকে বাইপ্যাপের মাধ্যমে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছিল। পরে অক্সিজেন স্যাচুরেশন আরও কমে যাওয়ায় হাসপাতালে নিয়ে যেতে হয়।

বুদ্ধদেবের সুস্থতা কামনা করে টুইট করেন,সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷

‘বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। টুইটে তিনি জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য প্রার্থনা করি।

বুদ্ধদেবের সুস্থতা কামনা করে টুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে উডল্যান্সড হাসপাতালে বিজেপির পক্ষ থেকে যান শমীক ভট্টাচার্য।

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন, ‘বুদ্ধদেববাবু হাসপাতালে ভর্তি হওয়ায় আমরা সকলেই খুব উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রীও উদ্বিগ্ন। সব জায়গায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। আমি প্রার্থনা করি, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।’

দক্ষ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি। বুদ্ধদেবকে দেখতে আলিপুরের বেসরকারি হাসপাতালে গিয়ে এমনই জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।  

Previous articleBuddhadeb Bhattacharjee Updates: চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য, জানালেন রবীন দেব
Next articleThe cattle race: ‘মই ছাড়া’ ষাঁড়ের দৌড় প্রতিযোগিতা হেরোভাঙা গ্রামে দেখুন ছবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here