দেশের সময় : সোনা পাচারের সময় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে পাকড়াও এক সিভিল ইঞ্জিনিয়ার। তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটার ভারত-বাংলাদেশ সীমান্তে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রাতে বাংলাদেশ সীমান্তবর্তী গাইঘাটার আঁচলপাড়া এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা পাহারা দিচ্ছিলেন। সেই সময় তাঁদের কাছে খবর আসে, পাঁচপোতা এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশের সোনা পাচারের চেষ্টা করছে। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা সঙ্গে সঙ্গে ওই এলাকায় অভিযান শুরু করেন। জওয়ানদের দেখে পাচারকারীরা কাঁটাতার টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
কিন্তু জওয়ানরা ওই সময় শূন্যে এক রাউন্ড গুলি চালান। তখন পাচারকারীরা ভয় পেয়ে যায়। বিএসএফ জওয়ানরা তখন তাদের আটক করে। তাদের সঙ্গে থাকা বিভিন্ন ব্যাগপত্র তল্লাশি শুরু হয়। তল্লাশির সময় এক ব্যক্তির ব্যাগ থেকে ৫০টি সোনার বিস্কুট উদ্ধার হয়। ওই সোনার ওজন পাঁচ কেজি ৯০০ গ্রাম। উদ্ধার ও সোনার বাজারমূল্য প্রায় চার কোটি ৩৬ লক্ষ টাকা।
বিএসএফের দক্ষিণবঙ্গ রেঞ্জের মুখ্য জনসংযোগ আধিকারিক নীলোৎপল পান্ডে বলেন, ‘আমাদের কাছে খবর ছিল গাইঘাটার পাঁচপোতা এলাকা দিয়ে সোনা পাচারের চেষ্টা চলছে। সেই মতো রাতে সেখানে অভিযান চালানো হয়। ব্যাগপত্র-সহ কয়েকজনকে আটক করে ক্যাম্পে আনা হয়েছিল। তল্লাশির সময় এক ব্যক্তির ব্যাগ থেকে ৫০টি সোনার বিস্কুট উদ্ধার হয়। তিনি সিভিল ইঞ্জিনিয়ার বলে জানা গিয়েছে। কম সময়ে বেশি টাকা রোজগার করার লোভে তিনি এই কাজ করেছেন জানিয়েছেন।’
উদ্ধার হওয়া সোনা বিএসএফ শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে। আটক করা ব্যক্তিকে পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে। পাচার রুখতে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হবে বলে বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছে।