BSF: এবার সোনার তৈরি জাল এটিএম কার্ড সহ ‌‌৯৫ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করল বিএসএফ, গ্রেপ্তার দুই

0
164


দেশের সময় ওয়েবডেস্ক:‌ বিএসএফ দক্ষিণবঙ্গ ভারত– বাংলাদেশ সীমান্তের দুটি ভিন্ন স্থান থেকে ৯৫ লক্ষ টাকার সোনা সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে।
বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের সময় এক বাংলাদেশী ও ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বিএসএফ। পাচারকারীদের কাছ থেকে আটটি সোনার বিস্কুট, চারটি সোনার ইট এবং চারটি সোনার টুকরো বাজেয়াপ্ত করা হয়।

বাজেয়াপ্ত হওয়া সোনার আনুমামিক মূল্য প্রায় ৯৫ লক্ষ টাকা। প্রথম ঘটনাটি ঘটেছে পেট্রাপোলে।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে১৪৫ ব্যাটেলিয়নের কর্মীরা ১৯ মার্চ রুটিন চেকিংয়ের সময় আনিসুজ্জামান আনিস নামে একজন বাংলাদেশিকে তল্লাশি করার জন্য আটকান। পাসপোর্ট পরীক্ষার সময় ওই যাত্রীর থেকে সোনার তৈরি একটি জাল এটিএম কার্ড পাওয়া যায়। এরপর তল্লাশিতে যাত্রীর কাছ থেকে দুটি সোনার বিস্কুট ও তিনটি হাফ সাইজের সোনার বিস্কুট উদ্ধার করা হয়।

ওই একই দিনে ৬৮ ব্যাটেলিয়নের সীমান্ত চৌকি রাংঘাটের জওয়ানরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে গিয়ে চারটি সোনার বার এবং ছয়টি সোনার বিস্কুট সহ এক জন চোরাকারবারীকে গ্রেপ্তার করে। ধৃতের নাম বিজয় তরফদার। দু’‌জনেই বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করছিল বলে জেরায় জানিয়েছে। 

Previous articleAbhishek Banerjee ভোটের সময় অভিষেককে আর ডাকবে না ইডি , সুপ্রিম নির্দেশে স্বস্তি তৃণমূল সাংসদের
Next articleISIS Terrorist Arrest: বাংলাদেশ থেকে ভারতে ঢুকতেই গ্রেফতার আইসিস প্রধান ফারুকি ও তার শাগরেদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here