BSF: ভারত-বাংলাদেশ সীমান্তে জঙ্গিদের গুলিতে মৃত্যু আধা সামরিক বাহিনীর এক জওয়ানের

0
1169

দেশের সময় ওয়েবডেস্কঃ ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে জঙ্গি বাহিনীর সঙ্গে ভয়ঙ্কর গুলির লড়াই হয় বলে খবর। সন্দেহ করা হচ্ছে, এনএলএফটি জঙ্গিরা গুলি করলে তা বেঁধে জওয়ানের শরীরে।

উত্তর-ত্রিপুরা জেলার কাঞ্চনপুর সাব-ডিভিশনে আনন্দবাজার থানায় বিএসএফ-এর ১৪৫ ব্যাটেলিয়নের অধীনে সীমানাপুর ২-এ কর্মরত ছিলেন তিনি।  সীমান্তের ওপার থেকে জঙ্গিদের চারটে গুলি লাগে জওয়ানের গায়ে। প্রসঙ্গত, গত বছর একই রকম হামলায় ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তে দুই বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছিল। সীমান্তের কাছে গা ঢাকা দিয়ে ছিল এনএলএফটি জঙ্গিরা। তারাই অতর্কিতে হামলা চালায়।

Previous articleBangladesh : জন্মাষ্টমীতে ‘সংখ্যালঘু’ হিন্দুদের নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার
Next articleMudhol Hounds : মোদীর নিরাপত্তায় এবার কর্নাটকের মুধল হাউন্ড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here