Bowbazar Metro Crack : বৌবাজারে একাধিক বাড়িতে ফাটল! বাড়ছে আতঙ্ক,ঘরছাড়া শতাধিক মানুষ

0
636

Bow Bazar: ফিরল ২০১৯-র আতঙ্ক, বউবাজারের অন্তত ১০টি বাড়িতে ফাটল, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা!

দেশের সময় ওয়েবডেস্কঃ শুক্রবার ভোরবেলায় কেঁপে উঠল বৌবাজার এলাকা ! ভূমিকম্প নয়, তবু রাতারাতি ফাটল দেখা দিল একাধিক বাড়িতে। এবার মদন দত্ত লেন।এই ঘটনায় তোলপাড় পড়ে যায় এলাকায়। ঘর থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই পুলিশ পৌঁছেছে সেখানে, বাসিন্দাদের বলা হয়েছে ঘর ছেড়ে এলাকা খালি করে দিতে।

বৌবাজারে গত দু’বছর ধরে বারবারই ঘটছে এই কাণ্ড। সৌজন্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। অভিযোগ, ফাটলের কথা জানানোর পরও মেট্রো রেলের প্রতিনিধিরা আসেনি। পরে মেট্রো রেলের তরফে তিন প্রতিনিধিদের পাঠানো হলেও, এদিন সাতসকালে মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা। ঘটনাস্থলে মেট্রো আধিকারিকরাও এসে পৌঁছন। তাঁদের সামনে রাগে, ক্ষোভে রীতিমতো ফেটে পড়েন সকলে। তাঁদের এলাকায় ঢুকতে বাধাও দেওয়া হয়। পুলিশবাহিনী পরিস্থিতি সামাল দেয়।পরে এলাকা পরিদর্শন করেন মেট্রো রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা।

২০১৯ সালে ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের কাজ শুরু হওয়ার পর থেকেই বউবাজারে বিপত্তি শুরু হয়। একের পর এক বাড়িতে ফাটল ধরে, ভেঙেও পড়ে কয়েকটি বাড়ি। ৬০০-রও বেশি বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় সেই সময়। চলতি বছরের মে মাসেও দুর্গাপিতুরি লেন, মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটল ধরে। সেই সময় স্থানীয়  বাসিন্দাদের হোটেলে সাময়িকভাবে স্থানান্তরিত করা হয়। আজ ফের একাধিক বাড়িতে দেখা গেল ফাটল।

জানা গিয়েছে, ভোর সাড়ে চারটে নাগাদ ফাটল ধরেছে। কমপক্ষে ১০টি বাড়িতে ফাটল ধরেছে। ভোর রাত থেকেই বাড়ির বাসিন্দারা ব্যাগপত্র গুছিয়ে রাস্তায় বসে রয়েছেন। এলাকা খালি করার নির্দেশ দিয়েছে পুলিশ। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি। ভোর সাড়ে ছ’টা নাগাদ মেট্রো রেল কর্তৃপক্ষের প্রতিনিধিরা আসেন।

বারংবার বাড়িতে ফাটল ধরার ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তারা জানিয়েছেন, এই সমস্যার স্থায়ী সমাধান না হওয়া অবধি তাঁরা কোথাও যাবেন না। বারবার হোটেলে থাকা তাদের পক্ষে সম্ভব নয়। তবে কিছু বাসিন্দারা ইতিমধ্যেই পুলিশের সহায়তায় হোটেলে চলে গিয়েছেন।

এদিকে, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন এলাকার কাউন্সিলর বিশ্বরুপ দে। তিনি ভোর সাড়ে ৫টা নাগাদই ঘটনাস্থলে এসে পৌঁছন। তিনিও গোটা ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “মানুষের সঙ্গে গিনিপিগের মতো ব্যবহার করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। কে দায়িত্ব নেবে এই মানুষদের? শুধুমাত্র মেট্রো কর্তৃপক্ষের জন্য বউবাজার স্ট্রিট ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমরা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে লিখিত বয়ান চেয়েছি।”

অন্যদিকে, ঘটনাস্থলে এসে পৌঁছেছেন মেট্রো রেলের তিনজন প্রতিনিধি। কিন্তু স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখানোয় তারা এলাকায় ঢুকতে পারেননি বলেই জানা গিয়েছে।

Previous articleSister Nivedita:বিদেশিনী থেকে ভগিনী হয়ে ওঠার এক অনবদ্য গল্প লিখলেন-
অরিত্র ঘোষ দস্তিদার
Next articleDhanteras 2022: ধনতেরস উপলক্ষ্যে দোকানে দোকানে নজরকাড়া অফার,শুভক্ষণ মাত্র ২১ মিনিটের, দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here