রাত ১টা থেকে ৩টেয় সীমান্তে আসছে ‘বিশেষ’ কোড !
ভারত – বাংলাদেশ সীমান্তে দীর্ঘদিন ধরেই কলকাঠি নাড়ছে বিজিবি। কখনও কাঁটাতার দিতে বাধা, কখনও আবার নিজেরাই তলে তলে গড়ে নিচ্ছে বাঙ্কার। ওপার বাংলার এই সব কাজকর্মে সতর্ক বিএসএফ।
একাধিকবার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বিজিবি-কে। কিন্তু পরিস্থিতির বদল হচ্ছে না। উল্টে এবার তো আরও সন্দেহজনক বিষয় ধরা পড়ল, যা নিয়ে চিন্তায় সীমান্তরক্ষী বাহিনীও।
কী সেই জিনিস?
এবার মিলছে সন্দেহজনক এক সিগন্যাল।
জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে পাওয়া যাচ্ছে সাঙ্কেতিক সিগন্যাল। মূলত উর্দু ও আরবি ভাষাতেই এই সঙ্কেত মিলছে। হ্যাম রেডিয়ো অপারেটররাই প্রথম বিষয়টি ধরতে পেরেছেন। বিষয়টি জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারকে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2025/02/IMG-20241227-WA0006.jpg)
পিটিআই সূত্রে খবর, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই সিগন্যাল পাওয়া গিয়েছে। বাংলা, উর্দু ও আরবি ভাষায় সঙ্কেত বা সিগন্যাল পাঠানো হচ্ছে। বিগত কয়েক মাস ধরেই রাত-বিরেতে সিগন্যাল পাওয়া যাচ্ছে। ডিসেম্বর মাস থেকে বসিরহাট, বনগাঁ থেকে শুরু করে সুন্দরবন এলাকায় বিশেষ সাঙ্কেতিক সিগন্যাল মিলেছে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2025/02/IMG-20230415-WA0031.jpg)
সূত্র মারফত জানা গিয়েছে, মূলত রাত ১টা থেকে ৩টের মধ্যেই এই সঙ্কেতগুলি পাওয়া যাচ্ছে। হ্যাম রেডিয়োয় সেই সঙ্কেত মিলছে। পরিচয় জিজ্ঞাসা করলেই চুপ হয়ে যাচ্ছে ওপ্রান্ত।
![](https://deshersamay.com/wp-content/uploads/2025/02/IMG-20241018-WA0091.jpg)
প্রসঙ্গত, জঙ্গিরা অনেকসময়ই হ্যাম রেডিয়ো ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগের জন্য। যেহেতু মোবাইলের মতো লোকেশন ট্র্যাক করা যায় না, তাই আরও সুবিধা হয় তাদের।
![](https://deshersamay.com/wp-content/uploads/2025/02/DESHER-SAMAY_20241205112012063.jpg)
২০২৪ সালের ৫ অগস্টের পর থেকে উত্তপ্ত বাংলাদেশ। লাগাতার ওপার বাংলা থেকে দেওয়া হচ্ছে হিংসায় উসকানি। জঙ্গি গতিবিধির হদিসও মিলেছে আগে। এই পরিস্থিতিতে এমন সন্দেহজনক সঙ্কেত মেলায় চিন্তা বেড়েছে বিএসএফের। এই সঙ্কেত ট্র্যাকিংয়ের জন্য পাঠানো হয়েছে কলকাতায় ইন্টারন্যাশনাল মনিটরিং স্টেশনে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2025/02/SONARTORI.jpg)