দেশের সময় ওয়েবডেস্কঃ দেশ জুড়ে ফের বাড়ছে করোনা প্রকোপ।ওয়াকিবহাল মহলের আশঙ্কা এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে ফের পূর্ব ঢেউগুলির মতোই তৈরি হবে ভয়াবহ পরিস্থিতি।
তার মাঝেই বুস্টার টিকা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র।ভারতবর্ষের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উপলক্ষে কোভিডের বুস্টার ডোজ নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ১৮-৫৯ বছর বয়সী লোকেরা আগামী ১৫ জুলাই থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই টিকা পাবেন।
কেন্দ্রীয় সরকারের ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অংশ হিসাবে ৭৫ দিন ধরে এই অভিযান চালানো হবে।
বুস্টার ডোজ নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনও তেমন সচেতনতা নেই। ঠিক যেমন কোভিডের দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে অনেকের মধ্যে গা ছাড়া ভাব দেখা গিয়েছিল।
জানা গেছে, ১৮-৫৯ বছর বয়সী প্রায় ৭৭ কোটি জনসংখ্যার মধ্যে এখনও অবধি মাত্র এক শতাংশেরও কম মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কার মধ্যে এই পরিসংখ্যান কেন্দ্রের কপালে ভাঁজ ফেলেছে।
আগামী ১৫ জুলাই থেকে ১৮ বছরের ঊর্ধ্বদের বিনামূল্যে দেওয়া হবে বুস্টার ডোজ। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন উপলক্ষ্যে আগামী শুক্রবার থেকে বিনামূল্যে বুস্টার ডোজ দেবে কেন্দ্র। মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর নিজে এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন কেন্দ্রের আজাদি কা মহোৎসব কর্মসূচির আওতায় বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আগামী ৭৫ দিন পর্যন্ত বিনামূল্যে টিকা দেওয়া হবে।
আইসিএমআর জানিয়েছে, ‘দেশের বেশিরভাগ মানুষই নয় মাসেরও বেশি আগে করোনার দ্বিতীয় ডোজ পেয়ে গিয়েছেন। এই দুটি ডোজ নেওয়ার ছ’মাসের মধ্যে অ্যান্টিবডির ক্ষমতা কমে যায়। সেক্ষেত্রে একটি বুস্টার নেওয়া বাধ্যতামূলক। যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়।’
তাই বুস্টার ডোজ নিয়ে সচেতনতা বাড়াতে স্বাধীনতার ৭৫ বছরে দেশের সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মোদী সরকার। ৭৫ দিনের জন্য একটি বিশেষ অভিযানের পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী ১৫ জুলাই অর্থাৎ শুক্রবার থেকে শুরু হবে এই অভিযান। তবে এর সময়সীমা ভবিষ্যতে আরও বাড়ানো হবে কিনা, তা এখনও জানা যায়নি।
জুলাই মাসের ১৫ তারিখ থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। অর্থাৎ দুই ডোজের পরবর্তী তৃতীয় ডোজ এবার বিনামূল্যে দেওয়া হবে। এতদিন পর্যন্ত ৬০ উর্ধ্ব বয়সী এবং সামনের সারিতে থেকে যাঁরা কাজ করছেন তাঁদের জন্য কেন্দ্র থেকে বুস্টার ডোজ দেওয়া হত। এবার পরিবর্তন আনা হয়েছে সেই পরিকল্পনায়। কেন্দ্রীয় সরকার রাজ্য গুলিকে ১৮ বছরের বেশি বয়সীদের জন্য এবার টিকা পাঠাবে। উল্লেখ্য, নতুন নিয়ম অনুসারে ১৮ থেকে ৫৯ বছরের বয়সীরা দ্বিতীয় টাকা নেওয়ার ছয় মাস পরেই নিতে পারবেন এই বুস্টার ডোজ।