Bongaon Policeবনগাঁয় পুলিশের উদ্যোগে চালু হল”মাই এফআইআর স্ট্যাটাস বি পি ডি” ওয়েব পোর্টাল : দেখুন ভিডিও

0
11
অর্পিতা বনিক দেশের সময়

বনগাঁ : পুলিশের কাজ নিয়ে সাধারণ মানুষের অভিযোগের অন্ত নেই। কখনও অভিযোগ ওঠে, পুলিশ অভিযোগ নিচ্ছে না। আবার কখনও অভিযোগ, তদন্তকারী আধিকারিক কাজ করছেন না। সে সব এবার অতীত হয়ে গেল। পুলিশের কাজে স্বচ্ছতা আনতে বনগাঁ পুলিশ জেলায় নতুন পোর্টাল চালু হল। নাম ‘মাই এফআইআর স্ট্যাটাস’। অভিযোগকারী ওই পোর্টালের মাধ্যমে তদন্তের গতিপ্রকৃতি লহমায় জেনে যেতে পারবেন। দেখুন ভিডিও

অতীতে পুলিশের কাজ নিয়ে নানা অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ দায়ের করে সাধারণ মানুষ হয়রানির শিকার হয়েছেন বা তদন্তকারী আধিকারিক অভিযোগকারীর সঙ্গে ঠিকমতো ব্যবহার করছেন না বলে অভিযোগও শোনা গিয়েছে। অভিযোগের গতিপ্রকৃতি জানতে গিয়ে পুলিশ আধিকারিকদের দুর্ব্যবহারের শিকারও অনেককে হতে হয়েছে বলে অভিযোগ।

সে সব সমস্যার সমাধান করতে বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার নতুন এক উদ্যোগ নিয়েছেন। বনগাঁ পুলিশ জেলার অধীনে থাকা সব ক’টি থানাকে নিয়ে একটি অভিনব পোর্টাল চালু করা হয়েছে। তার নাম রাখা হয়েছে ‘মাই এফআইআর স্ট্যাটাস বিপিডি’। 


থানায় অভিযোগ দায়েরের সময় অভিযোগকারীর একটি মোবাইল নম্বর রেজিস্টার করা হবে। ওই নম্বর দিয়ে অভিযোগকারী পোর্টালটি খুলতে পারবেন। সেখানে তাঁর অভিযোগের গতিপ্রকৃতি কী হচ্ছে, সেটা তিনি জেনে যেতে পারবেন। তাঁকে আর থানায় যেতে হবে না। মতামতও সেখানে লেখা যাবে। প্রয়োজনে তদন্তকারী আধিকারিকের সঙ্গেও ওই পোর্টালের মাধ্যমে অভিযোগকারী যোগাযোগ করতে পারবেন।


মঙ্গলবার বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার নতুন এই পোর্টালের সূচনা করেন। তিনি বলেন, ‘পুলিশের কাজের স্বচ্ছতা আনতে নতুন এই পোর্টাল খোলা হয়েছে। আমরা অভিযোগকারীর কাছে তদন্তের গতিপ্রকৃতি খোলা রাখতে চাই। অভিযোগকারী চাইলে নির্দিষ্ট মোবাইল নম্বর ব্যবহার করে পোর্টাল খুলতে পারবেন। তদন্তের গতি প্রকৃতি জেনে তিনি মতামতও দিতে পারবেন। প্রয়োজন হলে তিনি তদন্তকারী আধিকারিকের সঙ্গেও ওই পোর্টালের মাধ্যমে কথা বলতে পারবেন।’ 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘মাই এফআইআর স্ট্যাটাস’ পোর্টাল পুলিশের কাজে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনবে। বনগাঁ পুলিশ জেলার নতুন এই কর্মসূচি রাজ্যে প্রথম বলে জানা গিয়েছে।

Previous articleFlat Building Leaning বাঘাযতীন বিপর্যয়ে খলনায়ক কে? জ্যাক দিয়ে উঁচু করতে গিয়ে বিপত্তি? দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here