Bongaon News বনগাঁয় ত্রাণ বিলি

0
171

মা আমাদের সবজনীন দেখুন ভিডিও

দেশের সময় , বনগাঁ : দুর্গত মানুষদের হাতে ত্রাণ তুলে দিল বনগাঁর পেট্রাপোল এক্সপোর্ট ইমপোর্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যরা । বন্যা কবলিত এলাকায় ত্রান ও সেবাকাজ শুরু করেছে ।

বনগাঁ পুরসভা ১, ৩ ও ৬  নম্বর ওয়ার্ডে এবার পুজোর আগে এলাকার বন্যা দূর্গত প্রায় ২০০ জন মানুষেদের মধ্যে ওই ত্রাণ বিলি করে।

পেট্রাপোল এক্সপোর্ট ইমপোর্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন – এর উদ্যোগে  প্রায় ২০০ পরিবারের  হাতে শুকনো খাবার তুলে দেওয়া হল মহালয়ার সকালে। এদিন ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ১ ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপালী বিশ্বাস ও প্রসেনজিৎ বিশ্বাস। স্থানীয় মানুষ পুজোর আগে এই উপহার পেয়ে খুবই খুশি।

Previous articleMahalayaমহালয়া আদৌও ‘শুভ’ নয় কেন?
Next articleMahalaya: মহালয়ার ভোরে চেনা চিত্র, ঘাটে ঘাটে চলছে পিতৃতর্পণ দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here