Bongaon news সাত সকালে প্রকাশ্য রাস্তায় ভেড়ি মালিককে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য বনগাঁয়: দেখুন ভিডিও

0
280

দেশের সময় , বনগাঁ : সোমবার সকালে বনগাঁয় চলল গুলি।  বনগাঁর কালুপুরের ওই ঘটনায় জখম হয়েছেন এক ব্যবসায়ী। তদন্ত শুরু করেছে পুলিশ। দেখুন ভিডিও

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বনগাঁর কালুপুরের একটি মাছের ভেড়িতে গুলি চলার ঘটনা ঘটেছে। গুলিতে জখম হয়েছেন অসিত অধিকারী নামে এক ব্যবসায়ী। অসিত বনগাঁর বক্সীপল্লি এলাকার বাসিন্দা। তাঁর পিঠে গুলি লেগেছে। তাঁকে প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতাল ও পরে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সোমবার সকালে কালুপুরের ওই মাছের ভেড়ি থেকে ফিরছিলেন অসিত। তখনই এক আততায়ী বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী।

স্থানীয়দের দাবি, দুই রাউন্ড গুলি চালানো হয়। তার মধ্যে একটি গুলি ব্যবসায়ীর পিঠে লাগে। সঙ্গে সঙ্গে গুরুতর জখম অবস্থায় তাঁকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

তবে, কী কারণে ওই ব্যবসায়ীর উপর হামলা চালানো হল, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আততায়ী যুবকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Previous articleArt Exhibition হাওড়ার গ্যালারি ‘ও ফাইভ’ – এ  মেদিনীপুর জেলার পনের জন শিল্পীর আঁকা ছবি নিয়ে চলছে চিএ প্রদর্শনী: দেখুন ভিডিও
Next articleMamata Banerjeeভোট তৃণমূলকেই দিন,উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে বললেন মমতা: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here