বনগাঁও :পুরসভা এলাকার নাগরিক পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল সরবরাহের কাজে গতি আনতে উদ্যোগী হলো বনগাঁ পুরসভা। আম্রুত প্রকল্পে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কাজ আগে শুরু হলেও কিছুটা ধীর গতিতেই কাজ হচ্ছিল। এ বার মুখ্যমন্ত্রীর বৈঠকের পরের দিন মঙ্গলবার থেকেই মাটির নীচের পাইপ লাইন পাতার কাজ শুরু করেছে বনগাঁ পুরসভা।
পুরসভার চেয়ারম্যানের দাবি, আগামী তিন মাসের মধ্যে পুরসভার মোট ৩১ হাজার বাড়িতে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হবে।
এর পাশাপাশি গঙ্গার জল পরিশুদ্ধ করে পানীয় জল সরবরাহের কাজও শুরু হয়েছে বনগাঁয়। আগামী ছয় মাসের মধ্যে এই প্রকল্পের কাজও শেষ হয়ে যাবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
বনগাঁ পুরসভায় ২২টি ওয়ার্ড। কয়েক মাস আগে গঙ্গার পরিশুদ্ধ পানীয় জল সরবরাহের কাজ শুরু হয়েছিল। বনগাঁ শহরের কাছাকাছি গঙ্গা নেই। নদীয়া জেলার চাকদার গঙ্গা থেকে জল পাইপলাইনের মাধ্যমে বাগদা হয়ে পৌঁছবে বনগাঁয়।
এই প্রকল্পের কাজ শেষ হওয়াটা সময় সাপেক্ষ। তাই এর আগে আম্রুত প্রকল্পে বাড়ি বাড়ি জল পৌঁছনোর উদ্যোগ নেয় পুরসভা। এর জন্য বনগাঁর আপনজন এলাকায় পাঁচটি ডিপ টিউবওয়েলও বসানো হয়েছিল।
এই প্রোজেক্ট থেকে মাটির নীচ থেকে জল তুলে প্রথমে পরিশুদ্ধ করা হবে। এর পর ওই জল পৌঁছে দেওয়া হবে পুরসভা এলাকার ৩১ হাজার বাড়িতে। পরিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য পুরসভার ২২টি ওয়ার্ডকে ভাগ করা হয়েছে চারটি জোনে।
২, ৯, ২২ এবং ২০ নম্বর ওয়ার্ডে তৈরি হয়েছে চারটি ওভারহেড রিজার্ভার। পাইপ লাইনের মাধ্যমে পরিশুদ্ধ পানীয় জল নিয়ে যাওয়া হবে চারটি জোনের চারটি রিজার্ভারে।
মাস দেড়েক আগে প্রথম জোনের কয়েকটি বাড়িতে পানীয় জল সরবরাহ করেছিল পুরসভা। পুরসভার দাবি, প্রথম পর্যায়ে প্রায় চার হাজার বাড়িতে পানীয় জল সরবরাহের কাজ শেষ হয়ে গিয়েছে।
কাজটা শুরু হলেও লোকসভা নির্বাচন-সহ বেশ কিছু কারণে কাজের গতি হারিয়েছিল। ফলে এই প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল বনগাঁ শহরের বাসিন্দাদের মধ্যে।
লোকসভা নির্বাচনেও তার প্রভাব পড়েছে। পুরসভা এলাকা থেকে সদ্য সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনে কার্যত ভরাডুবি হয়েছে তৃণমূলের। অথচ বনগাঁ পুরসভা তৃণমূলের দখলে।
নাগরিক পরিষেবার এই বিষয়গুলো নিয়ে পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল সরবরাহের কাজে গতি আনতে তৎপর হয়েছে বনগাঁ পুরসভা।
প্রথম পর্যায়ে চার হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য পাইপ লাইনের কাজ শেষ হয়ে গিয়েছে। এখনও বাকি ২৭ হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার পাইপ লাইনের কাজ। বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে এর কাজ শেষ হবে। জল সরবরাহ করা হবে প্রতিদিন সকাল এবং বিকেলে প্রতিটি বাড়িতে ৩০০ লিটার করে।’