রিয়া দাস : বনগাঁ ট্যালেন্ট হাব, আর এই শহরের ‘নৃত্যশিল্পী’۔ শ্রীলা চ্যাটার্জীর ‘সৃষ্টি ডান্স ট্রুপের ‘ বার্ষিক অনুষ্ঠানে সেটাই আরও একবার স্বীকার করে নিলেন বলিউডের তারকারা৷
রবিবার বনগাঁয় নীলদর্পণ হলে চোখ ধাঁধানো অনুষ্ঠান ঘিরে বসেছিল চাঁদের হাট ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক সময়ের বহু হিট সিনেমার সফল অভিনেত্রী দেবিকা মুখার্জী৷ সৃষ্টির ট্রুপের পারফরম্যান্স দেখে অভিভূত অভিনেত্রী বললেন, অনুষ্ঠানের চাকচিক্য, পারফরম্যান্স সবেতেই এত প্রাণ আগে দেখেননি তিনি ৷ একেবারে সিনেমার মতো ৷ চোখ ঘোরানোর মতো সুযোগ ছিল না ৷
অনুষ্ঠানে চাঁদের হাটে তারকাদের মধ্যে উজ্জ্বল নক্ষত্র হিসেবে ছিলেন প্রায় চারশো সিনেমায় মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করা অশোক ভদ্র| সৃষ্টি ডান্স ট্রুপকে এগিয়ে নিয়ে যেতে সবসময় তিনি শ্রীলার পাশে থাকবেন বলে মঞ্চে দাঁড়িয়ে কথা দেন ৷ বলেন, বনগাঁর মাটি শিল্প সংস্কৃতির মাটি৷ ট্যালেন্ট হাব ৷ এখান থেকেই উঠে এসেছে অরুণীতা কাঞ্জিলাল, দেবস্মিতারা ৷ অঙ্কিতার বাড়িও বনগাঁর খুব কাছে ৷ আগামীদিনে বনগাঁ থেকে আরও সেলিব্রিটি তৈরি হবে এই আশা রাখি ৷ এই শহরের মাটিকে কুর্নিশ৷ দেখুন ডিডিও
হল ভর্তি দর্শক যেভাবে মুগ্ধ হয়ে অনুষ্ঠান দেখেন তার প্রশংসা করেন প্রখ্যাত গীতিকার দেবপ্রসাদ চক্রবর্তী, সমাজসেবী জসিমুদ্দিন, ভাস্কর্য শিল্পী সৌমেন কর প্রমুখ ৷
অনুষ্ঠানের প্রধান অতিথি বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, বনগাঁর শিল্প সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে আরও সবার মতো শ্রীলা যেভাবে কাজ করছেন তা সত্যি প্রশংসার যোগ্য ৷ সৃষ্টির পাশে সবসময় থাকার চেষ্টা করব ৷
শ্রীলা বলেন,সৃষ্টি আমার সন্তানের মতো ৷ একে ঘিরে আমার অনেক স্বপ্ন ৷ তিলতিল করে বড় হচ্ছে আমার সন্তান ৷ নৃত্যশিল্পীর পাশাপাশি এবার অভিনয়ের জগতেও পা রাখছেন শ্রীলা ৷ অনুষ্ঠানের ফাঁকে একান্ত সাক্ষাৎকারে নিজেই জানালেন সেকথা ৷ বললেন শীঘ্রই তাঁকে দেখা যাবে বড় পর্দায় ৷ দেবের নটি বিনোদিনী ছবিতে কোরিওগ্রাফার হিসেবেও কাজ করেছেন শ্রীলা ৷
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল ” দেশের সময় ” পত্রিকা৷ গোটা অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করে এনওয়াইটিসি(NYTC) জাতীয় যুব প্রশিক্ষণ কেন্দ্র৷
নাচে-গানে অনিন্দ এই শিল্পসন্ধ্যায় একঝাঁক গানের ডালি নিয়ে হাজির ছিলেন জি-বাংলা সারেগামাপা খ্যাত সঙ্গীতশিল্পী অঙ্কিতা ভট্টাচার্য। অনুষ্ঠানের শুরুতে গুণীজন সবর্ধনা দেওয়া হয় ৷ সৃষ্টির খুদে সদস্যদের অনবদ্য পারফরম্যান্স মন ছুঁয়ে যায় দর্শকদের ৷ কেক কেটে পালন করা হয় সংস্থার জন্মদিন ৷
সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা শ্রীলার ছোট থেকেই স্বপ্ন ছিল নৃত্যশিল্পী হওয়ার। বাবা মারা যাওয়ার পর সংসারে চরম অভাবের মধ্যেও মেয়ের সেই স্বপ্নকে কোনওদিন ভেঙে চুরমার হয়ে যেতে দেননি মা রীনা চ্যাটার্জী। একটু একটু করে স্বপ্নকে ছুঁতে উত্তরণের পথে মেয়েকে এগিয়ে দিয়েছেন তিনি। কিছুদিন আগেই ব্যাঙ্কক মাতিয়ে এসেছেন শ্রীলা।
সেখানে চতুর্থ গ্লোবাল মিউজিক্যাল ফেস্টিভালে বিশেষ শিল্পী হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। তাঁকে ওই অনুষ্ঠানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল ওয়েসিস ফাউন্ডেশন। ইন্দো-থাই চেম্বার অব কমার্সের উদ্যোগে গত বছরের ২৮ অক্টোবর ভারত ও তাইল্যান্ডের শিল্পীরা তাঁদের নৃত্য পরিবেশন করেন। বিদেশি শিল্পীদের সঙ্গে রীতিমতো টক্কর দিয়ে নিজের পারফরম্যান্সে সকলের মন জয় করে নেন দেশের মাটিতেও বহুবার সম্মানীত হয়েছেন শ্রীলা।
ভূবনেশ্বরের উৎকল মঞ্চে সম্প্রতি তাঁর হাতে উঠেছে ‘গুরু পদ্ম’ পুরস্কার। কত্থক শাস্ত্রীয় নৃত্যে বিশেষ পারদর্শিতার জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে শ্রীলাকে। কুমার শানুর সঙ্গে ইতিমধ্যেই তাঁর একটি অ্যালবার প্রকাশিত হয়েছে, যার নাম ‘নাচব আমি গাইবে তুমি’। প্রকাশিত হয়েছে তাঁর দ্বিতীয় অ্যালবামও। সেখানে নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত রয়েছেন। গেয়েছেন ইমন চক্রবর্তী।
‘সৃষ্টি ডান্স ট্রুপ’-এর অনুষ্ঠানের কিছু মুহুর্তের ছবি আপনাদের জন্য :সৌজন্যে দেশের সময় ৷