দেশের সময় , বনগাঁ : রাস্তার একটি সন্তানসম্ভবা সারমেয়কে নৃশংস ভাবে লাঠিপেটা করছিল বাবা এবং ছেলে। ঘটনাটি দেখে প্রতিবাদ করেন এক তরুণী। সেই ‘অপরাধে’ ওই তরুণীকে মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।
বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানা এলাকায়। রাতেই আক্রান্ত তরুণী বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম সুদীপ্ত ঘোষ।
বুধবার রাতে ওই এলাকার রাস্তায় দু’টি সারমেয় ঘোরাঘুরি করছিল। এর মধ্যে একটি সারমেয় সন্তানসম্ভবা। ওই তরুণী নিজের সামর্থ্য অনুযায়ী রাস্তার সারমেয় দের খাওয়ান, দেখভাল করেন। মাঝেমধ্যে কোনও সারমেয় অসুস্থ হয়ে পড়লে নিজের চেষ্টায় চিকিৎসাও করান।
প্রয়োজন হলে বনগাঁ স্ট্রিট ডগ নামে একটি পশুপ্রেমী সংগঠনের সদস্যদেরও সাহায্য নেন তিনি। খাওয়ার সময় হলে রাস্তার সারমেয় গুলি ওই তরুণীর বাড়ির সামনে ডাকাডাকি করে।
কিন্তু সারমেয়দের চিৎকার পছন্দ করতেন না পাড়ার কয়েকজন। তাই ওই তরুণীর প্রতি অনেকেরই রাগ ছিল বলে অভিযোগ। এর আগেও সে কারণে সারমেয়দের মারধর করা হয়েছে বলে দাবি ওই তরুণীর।
তরুণীর দাবি, বুধবার রাতে অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে বেরিয়েছিলেন তিনি। তখন তিনি দেখতে পান সন্তানসম্ভবা সারমেয় টিকে সুদীপ্ত ঘোষ ও তার বাবা বিশ্বনাথ ঘোষ লাঠি দিয়ে বেধড়ক মারধর করছে।
তরুণী প্রতিবাদ করলে ওই দু’জন তাঁর উপরে চড়াও হয়। অভিযোগ, সারমেয় পেটানোর লাঠি দিয়ে তাঁকেও মারধর করে সুদীপ্ত ও বিশ্বনাথ। তরুণীর পোশাক টানাটানি করে শ্লীলতাহানিও করা হয়। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে সুদীপ্ত ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। আক্রান্ত তরুণী বলেন, ‘আমি প্রতিবাদ করতেই ওরা লাঠি দিয়ে আমাকে মারে।
আমাকে খুনের হুমকিও দেওয়া হয়।’ পশুপ্রেমী সংগঠনের সদস্য তন্ময় দাস বলেন, ‘অত্যন্ত খারাপ ঘটনা। বনগাঁ শহরে রাস্তার সারমেয়দের সঙ্গে অত্যাচার মাঝেমধ্যেই ঘটে। ওই দিদি সারমেয়দের কোনও অসুবিধা দেখলেই আমাদের খবর দেন। আমরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’