![](https://deshersamay.com/wp-content/uploads/2024/12/DESHER-SAMAY_20240806150717214-150x150.jpg)
বনগাঁ : সম্প্রতি বাংলাদেশ তিসরাই ইনসাফ পার্টির নেতা মিনাজ প্রধান হুমকি দিয়েছিলেন তিনি নাকি ৪ দিনের মধ্যেই কলকাতা দখল করে নিতে পারেন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2024/12/desher-samay_202412091924243304032336705588130238.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2024/12/IMG-20241205-WA0037-1-819x1024.jpg)
সোমবারই পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের একাংশ যখন ভারত বিরোধিতায় সরব সেই সময় সীমান্ত এলাকাগুলিতে বাড়নো হচ্ছে নজরদারি। সীমান্তের ব্যস্ততম স্টেশন বনগাঁতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। দেখুনভিডিও
![](https://deshersamay.com/wp-content/uploads/2024/12/arati-electronics.png)
সীমান্ত লাগোয়া এই স্টেশন অত্যন্ত জনবহুল। তাই সেখানে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। সোমবার সকালে রেল পুলিশকে স্টেশনটিতে টহল দিতে দেখা যায়। বনগাঁ জিআরপি এবং আরপিএফের যৌথ উদ্যোগে বনগাঁ স্টেশনে আসা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু বনগাঁ স্টেশন নয়, সীমান্তের আশেপাশের এলাকাগুলিতেও নজরদারি বাড়ানো হয়েছে। যে কোনও ধরনের অশান্তি এড়ানোর জন্য এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2024/12/universal-ply-ad-final-1536x916-1.jpg)
প্রসঙ্গত, বাংলাদেশ থেকে চিকিৎসা বা অন্যান্য কাজের জন্য ভারতে আসা মানুষজন অধিকাংশ সময়ই বনগাঁ স্টেশন ব্যবহার করে থাকেন। বনগাঁ স্টেশন ধরে কলকাতায় এসে তাঁরা নির্ধারিত গন্তব্যে পৌঁছন অধিকাংশ সময়। সেই দিক থেকে এই সীমান্ত লাগোয়া এই স্টেশনের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য নজরদারি চালানোর বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2024/12/IMG-20241018-WA0091.jpg)
উল্লেখ্য, বাংলাদেশের একটি অংশের মধ্যে আগ্রাসী মনোভাব দেখা গিয়েছে। উঠছে হুমকির ঢেউ। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে বাংলাদেশ তিসরাই ইনসাফ পার্টির নেতা মিনাজ প্রধানের মন্তব্য। তিনি আবার বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীও। তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘৪ দিনের মধ্যে কলকাতা দখল করব, ভারত তো দূরে থাক আমেরিকাও আমাদের সামনে টিকতে পারবে না’।
![](https://deshersamay.com/wp-content/uploads/2024/12/IMG-20230415-WA0032.jpg)
শুধু তাই নয়, ঢাকা টু আগরতলা লংমার্চের ডাক দিয়েছে বিএনপির তিনটি সংগঠন। আগামী ১১ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টন থেকে সকাল ৮টায় নাকি এই লং মার্চ শুরু হবে। এই পরিস্থিতিতে সীমান্তের সুরক্ষা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2024/12/DESHER-SAMAY_20241205112012063-1.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2024/12/SONARTORI-1.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2024/12/11.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2024/12/10.jpg)