বনগাঁ :উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা হাসপাতাল চত্বরে দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে রমরমিয়ে চলছে ব্যবসা এমন অভিযোগ ছিল দীর্ঘ দিন ধরেই।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের পরেই বৃহস্পতিবার সেই সমস্ত জবরদখল দোকানপাট ও বেআইনি পার্কিং এলাকা পরিদর্শন করলেন বনগাঁ মহকুমা শাসক উর্মি দে বিশ্বাস, বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক, বনগাঁ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক এবং বনগাঁ পুরসরসভার চেয়ারম্যান সহ বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার। দেখুন ভিডিও
সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর থেকেই নড়েচড়ে বসেছে স্থানীয় পুলিশ -প্রশাসন । সরকারি জমি দখল করা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল চত্বরে অবৈধ দোকান সবকিছুই দখলমুক্ত করতে হবে, মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মতো এদিন বনগাঁ হাসপাতাল চত্বরে যে সমস্ত দোকানপাট আছে এবং অবৈধ্য পার্কিংজোন আছে সেগুলি পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারকেরা ।
এ বিষয়ে বনগাঁ মহকুমা শাসক উর্মি দে বিশ্বাস বলেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আজ বনগাঁ মহকুমা হাসপাতাল পরিদর্শনে এসেছি ,আগামীতে মহাকুমা হাসপাতালে উন্নয়নের জন্য কি কি কাজ করা যায় পাশাপাশি যে সমস্ত দোকানপাটগুলি আছে হাসপাতাল চত্বরে সেগুলির কিভাবে সঠিক ব্যবস্থা গ্রহণ করা যায় এই বিষয়গুলি আমরা সরজমিনে খতিয়ে দেখলাম ।পরবর্তীতে একটি বৈঠক করে আমরা এই কথাগুলি তুলে ধরব তারপর যা সিদ্ধান্ত হবে সে মতো আমরা ব্যবস্থা গ্রহণ করব ।
এছাড়াও বনগাঁ মহকুমা হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বাবু জানান এদিন সম্পূর্ণ হাসপাতাল চত্বর আমরা পরিদর্শন করলাম পরবর্তীতে হাসপাতালে কি কি পরিষেবা দেওয়া যায় এবং এই হাসপাতালে কিছু কিছু পরিষেবা বন্ধ আছে পাশাপাশি কিছু পার্কিংয়ের সমস্যাও আছে । এছাড়া স্থানীয় দোকানদারদের যে সমস্ত ভেন্ডররা আছেন যারা যত্রতত্র বসে আছেন সেগুলি কিভাবে অন্যএ সরানো যায় এবং পরবর্তীকালে হাসপাতালে যারা চিকিৎসা করাতে আসছেন তাদেরকে যাতে আরও ভাল পরিষেবা দেওয়া যায় সেই বিষয়গুলো আজ আমরা খতিয়ে দেখলাম ।
হাসপাতাল পরিদর্শনের বিষয়ে বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, আজকে আমরা সম্পূর্ণ হাসপাতাল সরজমিনে পরিদর্শন করলাম হাসপাতাল চত্বরে কুড়িটি দোকান আছে যারা বসেছে কোন অনুমতি ছাড়াই তাদের কিভাবে সরিয়া অন্যত্র ব্যবস্থা করা যায় পাশাপাশি আগামী দিনে বনগাঁ মহকুমা হাসপাতাল যাতে রাজ্যের মধ্যে সেরা হয় এবং কি ভাবে আরও ভাল পরিষেবা দেওয়া যায় রোগীদের কে সেই বিষয়গুলি আমরা খতিয়ে দেখলাম এবং পরবর্তীকাল যেভাবে নির্দেশ আসবে আমরা সেই মতো কাজ করব|