দেশের সময়: দিনগুলো বড্ড একঘেয়ে। বাঁধা গতের জীবন। এই জীবনে কমবেশি আমরা হাঁপিয়ে উঠছি সবাই। গতে বাঁধা জীবনে একটুকরো মুক্তির স্বাদ দিতেই আজ সন্ধ্যায় বনগাঁ টাউন হলে নীলদর্পণ অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে এক আনন্দঘন সন্ধ্যার। উদ্যোক্তা নৃত্যশিল্পী শ্রীলা চ্যাটার্জীর ‘সৃষ্টি ডান্স ট্রুপ’।
এদের বার্ষিক অনুষ্ঠান ঘিরেই চাঁদের হাট বসতে চলেছে নীলদর্পণ অডিটোরিয়ামে ৷ নাচে-গানে অনিন্দ এই শিল্পসন্ধ্যায় একঝাঁক গানের ডালি নিয়ে হাজির থাকছেন জি-বাংলা সারেগামাপা খ্যাত সঙ্গীত শিল্পী অঙ্কিতা ভট্টাচার্য।
বিশেষ অতিথি হিসেবে থাকছেন সুরকার তথা প্রখ্যাত সঙ্গীত পরিচালক অশোক ভদ্র। থাকছেন প্রখ্যাত গীতিকার দেবপ্রসাদ চক্রবর্তী। থাকছেন বিশিষ্ট সমাসেবী শেখ জসিমউদ্দিন মণ্ডল, বাংলাদেশের খ্যাতনামা গায়ক, সুরকার, মহম্মদ তাজুল ইসলাম। থাকবেন বিশিষ্ট ভাস্কর্য শিল্পী সৌমেন কর সহ অনেকেই।
প্রধান অতিথি হিসেবে থাকছেন বনগাঁর পুলিশ সুপার জয়িতা বসু, মহকুমা শাসক প্রেম বিভাস কাঁসারি, বিধায়ক বিশ্বজিৎ দাস, পুরপ্রধান গোপাল শেঠ, উপ পুরপ্রধান জ্যোৎস্না আঢ্য সহ বনগাঁ পুরসভার কাউন্সিলাররা। থাকবেন অনুষ্ঠানের উপদেষ্টা আইএনটিটিইউসি’র বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি নারায়ণ ঘোষ।
নৃত্যশিল্পী হিসেবে দেশে-বিদেশে দুর্দান্ত পারফরম্যান্স করছেন শ্রীলা। সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা শ্রীলার ছোট থেকেই স্বপ্ন ছিল নৃত্যশিল্পী হওয়ার। বাবা মারা যাওয়ার পর সংসারে চরম অভাবের মধ্যেও মেয়ের সেই স্বপ্নকে কোনওদিন ভেঙে চুরমার হয়ে যেতে দেননি মা রীনা চ্যাটার্জী। একটু একটু করে স্বপ্নকে ছুঁতে উত্তরণের পথে মেয়েকে এগিয়ে দিয়েছেন তিনি। কিছুদিন আগেই ব্যাঙ্কক মাতিয়ে এসেছেন শ্রীলা। সেখানে চতুর্থ গ্লোবাল মিউজিক্যাল ফেস্টিভালে বিশেষ শিল্পী হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। তাঁকে ওই অনুষ্ঠানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল ওয়েসিস ফাউন্ডেশন।
ইন্দো-থাই চেম্বার অব কমার্সের উদ্যোগে গত বছরের ২৮ অক্টোবর ভারত ও তাইল্যান্ডের শিল্পীরা তাঁদের নৃত্য পরিবেশন করেন। বিদেশি শিল্পীদের সঙ্গে রীতিমতো টক্কর দিয়ে নিজের পারফরম্যান্সে সকলের মন জয় করে নেন দেশের মাটিতেও বহুবার সম্মানীত হয়েছেন শ্রীলা।
ভূবনেশ্বরের উৎকল মঞ্চে সম্প্রতি তাঁর হাতে উঠেছে ‘গুরু পদ্ম’ পুরস্কার। কত্থক শাস্ত্রীয় নৃত্যে বিশেষ পারদর্শিতার জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে শ্রীলাকে। কুমার শানুর সঙ্গে ইতিমধ্যেই তাঁর একটি অ্যালবার প্রকাশিত হয়েছে, যার নাম ‘নাচব আমি গাইবে তুমি’। প্রকাশিত হয়েছে তাঁর দ্বিতীয় অ্যালবামও। সেখানে নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত রয়েছেন। গেয়েছেন ইমন চক্রবর্তী।