বনগাঁ মহকুমার সেরা পুজো গুলো মধ্যে অন্যতম হলো দত্ত পাড়ার ১১ পল্লীর পুজো ৷
এই পুজো তার অভিনব্যত্বের জন্য বিখ্যাত । এই বছরও তার ব্যতিক্রম নয়। ৫৭ তম বছরে পড়লো এই পুজো। সৃষ্টিশিলতা আর শিল্পকর্মের দিক থেকে দত্ত পাড়ার ১১ পল্লী সর্বজনীন বিগত বছর গুলোতে বহু পুরষ্কারে ভূষিত হয়েছে।
দেখুন ভিডিও :
এ বছর ১১ পল্লীর থিম মহাকাল শিল্পী সেন্টু ভট্টাচার্য সাজিয়ে তুলেছেন প্রতিমাকে ৷