Bolpur Newsবঙ্গ সংস্কৃতি মঞ্চের উদ্যোগে শান্তিনিকেতন মহোৎসব

0
75

দেশের সময় : সম্প্রতি বোলপুরে সিকম স্কিলস ইউনিভার্সিটিতে বঙ্গ সংস্কৃতি মঞ্চের উদ্যোগে শান্তিনিকেতন মহোৎসব অনুষ্ঠিত হলো। সিকম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রবীর মুখোপাধ্যায়, রেজিস্টার নির্মাল্য ঘোষ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ডিন সিরাজুল ইসলাম, মহকুমাশাসক অয়ন নাথ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী মনীষা বন্দ্যোপাধ্যায়, আলাপিনী সমিতির সভাপতি অপর্ণা চৌধুরীর মতো বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে মাদলের তালে এবং আদিবাসী নৃত্যের ছন্দে উৎসবের সূচনা হয়।

মাননীয় অতিথিরা এবং শাস্ত্রীয় নৃত্য ও সঙ্গীত শিল্পীরা সমবেত ভাবে জ্বালিয়ে তোলেন মঙ্গলপ্রদীপ। বিশিষ্ট অতিথিদের বরণ পর্বের পর শান্তিনিকেতনের তিন প্রজন্মের আশ্রমিক, আলাপিনী সমিতির সভাপতি অপর্ণা চৌধুরীর হাতে বঙ্গ সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে ‘ মহাশ্বেতা দেবী স্মারক সন্মান’ তুলে দেন সম্পাদক ফিরোজ হোসেন। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সন্তুরবাদক পন্ডিত দিশারী চক্রবর্তী ও প্রবাসী বাঙালি শাস্ত্রীয় নৃত্য শিল্পী, নৃত্যাঙ্গনা শিল্পী বারুরীর নৃত্য উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে। সঙ্গীত পরিবেশন করেন ধৃতি চট্টোপাধ্যায়, সঞ্চারী ব্যানার্জী ও তন্ময় ব্যানার্জী। আবৃত্তিতে ছিলেন রানু গুহ ও মহুয়া ব্যানার্জী। সিকম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এই অনুষ্ঠান বেশ নজর কাড়ে। সুস্থ শিল্প ও সাহিত্য চর্চার মধ্যে দিয়ে বাংলার ভাষা ও সংস্কৃতি রক্ষার এই উদ্যোগ বঙ্গ সংস্কৃতি মঞ্চকে সাধুবাদ জানিয়ে আগামীতেও পাশে থাকার অঙ্গীকার এবং বার্তা দেন বিশিষ্ট অতিথিগন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুদীপ্তা মুখোপাধ্যায় ও গার্গী পোদ্দার। 

Previous articleAnExclusive interview with Chandrika Bhattacharya  ২০১৬ সালের সারেগামাপা খ্যাত সঙ্গীত শিল্পী চন্দ্রিকা ভট্টাচার্যের ‘ একান্ত সাক্ষাৎকার :দেখুন ভিডিও
Next articleRituparna Sengupta ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা! রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের পরই বলেন অভিনেত্রী, দাবি ইডির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here