Blood donation camp: পশু- পাখিদের খাদ্য ও বাসস্থান সংঙ্কট মোচনের তাগিদে বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতি চাঁদপাড়া শাখার উদ্যোগে ফলগাছ বিতরণও রক্তদান শিবির

0
492

কুন্তল চক্রবর্তী , বনগাঁ: বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতি চাঁদপাড়া শাখার উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলবার। প্রায় ১০০ জন এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি বিনয় সিংহ ,  বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতি বনগাঁ শাখা সভাপতি কল্যাণ তারন, অন্যতম নেতৃত্ব তারক বসু নিমাই দেবনাথ এবং চাঁদপাড়া শাখার সভাপতি দিলীপ চৌধুরী , সম্পাদক চন্দন বণিক কোষাধ্যক্ষ গোবিন্দ পোদ্দার সহ চাঁদপাড়া স্বর্ণ শিল্পী সমিতির সদস্যরা।

বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি বিনয় সিংহ জানান সমাজের প্রতি ব্যবসায়ীদের যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতাকে সামনে রেখেই চাঁদপাড়া শাখার উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।

তারক বসু জানান সমাজের যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা কে কোনভাবেই অস্বীকার করা যায় না সেই দায়বদ্ধতাকে মাথায় রেখেই বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি মানুষের সুখে দুখে বিপদে আপদে সবসময় আছে। কল্যাণ তারণ জানান মানুষ মানুষের জন্য রক্তের অভাবে যেন কোন মুমূর্ষ রোগীর মৃত্যু না হয় তার জন্যই এই উদ্যোগ।

বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি চাঁদপাড়া শাখার সভাপতি দিলীপ চৌধুরী বলেন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা যে কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছেন তা বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতিকে ব্যথিত করেছে। এই আত্মিক ব্যথা থেকেই বঙ্গীয় শিল্পীর সমিতি চাঁদপাড়া শাখা এই রক্তদান উৎসব গ্রহণ করেছে।

বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির চাঁদপাড়া শাখার সম্পাদক চন্দন বনিক বলেন রক্তের যে সংকট চলছে এই সংকটের মোকাবেলা করবার জন্যই এই মানবিক উদ্যোগ।

সমিতির অন্যতম নেতৃত্ব গোবিন্দ পোদ্দার জানান প্রায় ১১০ জন ব্যক্তির স্বেচ্ছায় রক্তদান এই উৎসব কে সফল থেকে সফলতল করেছে। শারদ উৎসব এবং মহালয়ার আগেই বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির চাঁদপাড়া শাখা রক্তদান উৎসবের সূচনা করলো।

স্বেচ্ছায় সমস্ত রক্ত দাদাকে স্মারক মানপত্র এবং ফলের গাছ উপহার দেয়া হয়। পরিবেশ সচেতনতার কথা মাথায় রেখেই এই ফলের চারাগাছ বিতরণ। বর্তমানে পাখিরা, হনুমান, বাদর, বাদুড় ইত্যাদি প্রাণী যারা প্রাকৃতিক ফলের উপর নির্ভর করেই জীবন-নির্ভর করে বর্তমানে ফলের গাছের সংকট তাদের জীবনকে সংকটের মুখে ফেলে দিয়েছে। সেই সংকটের মোকাবেলা করবার জন্যই বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির চাঁদপাড়া শাখার কোষাধক্ষ্য গোবিন্দ পোদ্দার এই উদ্যোগ বলে জানান।

এলাকার সমস্ত ব্যবসায়ী সাধারণ মানুষ এবং পথ চলিত মানুষের ব্যাপক উৎসাহ উন্মাদনা বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি চাঁদপাড়া শাখার রক্তদান উৎসবকে শারদ উৎসবের আগেই নতুন মাত্রা দিল।

Previous articleMiracle : এক মিনিটের জন্য ‘মৃত্যু’প্রসূতির! কন্যাসন্তানের জন্ম দিয়ে ফের নাড়ির স্পন্দন ফিরল মায়ের
Next articleAbhishek Banerjee: অভিষেক-মামলার শুনানি হল না মঙ্গলে, বুধে শুনবে হাইকোর্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here