BJP Nabanna Abhiyan:দুপুর ২টো ৪০, নবান্ন অভিযান শেষ, জানিয়ে দিলেন দিলীপ ঘোষ ! শুভেন্দুর পর আটক সুকান্ত

0
943

দেশেরসময় ওয়েবডেস্কঃ দুপুর আড়াইটে। ওদিকে সাঁতরাগাছিতে পুলিশের সঙ্গে টানা জুঝে যাচ্ছেন বিজেপি কর্মীরা। দফায় দফায় চলছে সংঘর্ষ। কিন্তু গঙ্গার উল্টো পাড়ে হাওড়া ব্রিজে দিলীপ ঘোষের নেতৃত্বে আসা মিছিল কার্যত এক মিনিটও টিকতে পারল না। পুলিশের জলকামানের তোড়ে ছত্রভঙ্গ হয়ে ভেসে গেল জমায়েত।

দুুপুর ২টো ৪০ মিনিটে নবান্ন অভিযান শেষ হল, জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। 

অন্যদিকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে হাওড়া ময়দানে বিজেপির মিছিলে উত্তেজনা। ব্যারিকেড ভাঙলেন বিজেপি কর্মীরা। পাল্টা কাঁদানে গ্যাস পুলিশের। 

সুকান্ত মজুমদারের নেতৃত্বে হাওড়া ময়দানে বিজেপির মিছিলে উত্তেজনা। ব্যারিকেড ভাঙলেন বিজেপি কর্মীরা। পাল্টা কাঁদানে গ্যাস পুলিশের। একে একে প্রিজন ভ্যানে তোলা হয় একাধিক বিজেপি কর্মী-সমর্থকদের। হাওড়ায় অবস্থান বিক্ষোভে বসে পড়েন সুকান্ত মজুমদারেরা।

বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে সাঁতরাগাছি, লালবাজার, হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, রবীন্দ্র সরণী ও এমজি রোড চত্বর। সাঁতরাগাছিতে পুলিশ-বিজেপি কর্মী-সমর্থকদের দফায় দফায় সংঘর্ষে আহত হন ১ বিজেপি কর্মী। দেখা যায়, মাটিতে লুটিয়ে পড়েন সেই কর্মী। তাঁকে উদ্ধার করে অন্যান্য কর্মীরা। একইসঙ্গে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বিজেপি।

শুভেন্দু অধিকারীর পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটক করল পুলিশ। হাওড়া ময়দানে বিজেপির মিছিলের নেতৃত্বে ছিলেন সুকান্ত। 

বিজেপির নবান্ন অভিযান ঘিরে সাঁতরাগাছির পর ধুন্ধুমার হাওড়া ময়দানে। পুলিশের ব্যারিকেড ভাঙলেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামলাতে জলকামান ব্যবহার পুলিশের। 

ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, রয়েছেন আইপিএস অফিসার-রা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বিজেপির কর্মসূচি রুখতে মরিয়া পুলিশ, মিছিল ছত্রভঙ্গ করতে পাল্টা জলকামান ছোড়া হয়, মুহুর্মুহু ফাটানো হয় টিয়ার গ্যাসের সেল। শোনা যায় ঘনঘন বোমার শব্দও।

সার্ভিস রোড থেকে পাথর তুলে ক্রমাগত পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে থাকে বিজেপি কর্মী-সমর্থকেরা। উড়ে আসে বড় বড় কাচের বোতল। ভাঙা হয় পুলিশের কিয়স্ক। কিয়স্কের ভিতর থেকে চেয়ার বের করে মাটিতে আছড়ে ফেলে ভাঙা শুরু হয়। ব্যারিকেডের বাঁশ উপড়ে ছোড়া হয় পুলিশদের দিকে। বিক্ষোভকারীদের লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ বাহিনী। শুরু হয় খণ্ডযুদ্ধ। দফায় দফায় সংঘর্ষ হয়। সাঁতরাগাছি রেল স্টেশন থেকে আবার ইটবৃষ্টি হয়। তাদের বাধা দেয় পুলিশ।

নবান্ন অভিযান দিয়ে শুরু। পর্ব শেষ হবে ২০২৪ এর লোকসভা নির্বাচন পর্ব শেষ করে। সেই লক্ষ্যেই নবান্ন অভিযানকে সফল করতে জোর কদমে নেমেছে বিজেপি শিবির। আর বিজেপির নবান্ন অভিযানে অন্যতম সেনাপতির ভূমিকায় রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সাঁতরাগাছি থেকে যে মিছিল করে নবান্ন অভিযানে আসবে বিজেপি কর্মীরা, তার নেতৃত্বে থাকার কথা শুভেন্দুর। কিন্তু মঙ্গলবার বেহালা থেকে সাঁতরাগাছির উদ্দেশ্যে রওনা দেওয়ার পরই দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার সময় আটকে দেওয়া হয়েছে শুভেন্দুকে। আর এরপরই চরম ক্ষোভ দেখিয়ে গাড়ি থেকে নেমে পড়েন বিরোধী দলনেতা।

Previous articleNabanna Abhijan:রণক্ষেত্র
সাঁতরাগাছি, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা, ইটবৃষ্টি!পাল্টা জলকামান-টিয়ারগ্যাস
Next articleBJP Nabanna Abhijan: দাউ দাউ করে জ্বলল পুলিশের গাড়ি, নবান্ন অভিযানের দিনে বিজেপির লক্ষ্যে লালবাজারও,পাল্টা লাঠি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here